এই মুহূর্তে

হিন্দু পুলিশ অফিসারকে জ্যান্ত পুড়িয়ে মেরেও‌ জামিন পেল ইসলামি জঙ্গি মাহদী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ এখনও অশান্ত। হিংসা থামেনি। শনিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছিল ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’ এমন হুমকি দিয়ে আলোচনায় আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে। অতএব প্রকাশ্যে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হিন্দু পুলিশকে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছিলেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভিতরে ঢুকে ভারপ্রাপ্ত ওসির সঙ্গে তাঁর এমন বাকবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে। এরপরেই শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু তাঁর গ্রেফতারের পরেই নানা জায়গায় বিক্ষোভ শুরু করে ইসলামিক জঙ্গিরা। তাঁর মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যা থেকে শনিবার রাত সাড়ে ১০টার নাগাদ তাঁর সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেয়। এই ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই হিন্দু পুলিশকে খুনের সেই মূলচক্রী মাহদীকে জামিন দিল আদালত।

রবিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। এবং সকাল ১০:১৫ মিনিট নাগাদ শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। বিষয়টি নিশ্চিত করে তাঁর আইনজীবী এম এ মজিদ। পুলিশের অভিযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ায় শনিবার রাত ৭.৪৬ মিনিট নাগাদ হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। কিন্তু তাঁকে গ্রেফতারের পর থেকেই তাঁর মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। রাতেই তারা জামিন শুনানির দাবি জানান। সেইমতৈ রবিবার সকালে তাঁকে আদালতে তোলা হয়। তাঁকে আদালতের তোলার সময় থেকেই তাঁর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ দেখান ইসলামিক জঙ্গিরা। অবশেষে শুনানি শেষে মাহদীর জামিন মঞ্জুর করে আদালত।মাহদী হাসান হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায়। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার মধ্যরাতে যখন শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসান নয়নকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে হিংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগে আটক করা হয় তাঁকে।

এরপরেই এনামুলের মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে থানা ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এবং মাহদী হাসান থানার ভিতরে ঢুকে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়। ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাকবিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলন কারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এখানে ১৭ জন শহিদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়ে ছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বলছেন জানতে চাই।’ যদিও পরে পরিস্থিতি এমন হয় যে, পুলিশ এনামুল হাসানকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু পুলিশের সঙ্গে মাহদীর বাকবিতণ্ডার এই ভিডিও ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয় বাংলাদেশ জুড়ে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। শনিবার মাহদী হাসানকে আটক করা হয়। কিন্তু তাঁর মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যা থেকে শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নেয় ইসলামি জঙ্গিরা। সেখানে তাঁরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘মুক্তি মুক্তি চাই, মাহদীর মুক্তি চাই’ এমন স্লোগান দেয়। হিন্দু পুলিশকে খুন করেছেন মাহদী, এই ঘটনা সামনে আসা মাত্রই বিতর্ক শুরু হয়। এরপরেই হাসান ক্ষমা চেয়ে বলেন, ‘আমি রাগের মাথায় কথা বলার সময়’ স্লিপ অফ টাং’ হওয়ার জেরে এমন কথা বলে ফেলেছি। আমরা পরে তা বুঝতে পেরেছি।’ কিন্তু প্রকাশ্যেই মাহদী হাসান স্বীকার করে নেয় যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হিন্দু পুলিশকে খুন করেছিল সে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় বায়ুসেনার সঙ্গে টক্কর দিতে পাকিস্তান থেকে JF-17 Thunder যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমানবাহিনী

হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে পুলিশ ও হিন্দুদের খুনের বিচার হবে না, অধ্যাদেশ জারি করছে ইউনূস সরকার

ভারতে ঢাকাই সিনেমার শুটিং নিষিদ্ধ করল ইউনূস সরকার

১০ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

পর স্ত্রীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে পাকড়াও জামায়াতে ইসলামীর নেতা

বাংলাদেশের ঝিনাইদহে হিন্দু বিধবাকে গণধর্ষণের পরে গাছে বেঁধে কেটে নেওয়া হল চুল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ