এই মুহূর্তে




ফের দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়াল মোল্লা ইউনূস সরকার




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের পরেই প্রশাসন ও পুলিশকে হিন্দু শূন্য করতে নখদাঁত বের করে ঝাঁপিয়েছে পাকিস্তানি ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। গত ১০ মাসে শতাধিক হিন্দু আমলা ও পদস্থ পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ওই তালিকায় যুক্ত হলো আরও দুই হিন্দু আমলার নাম। তারা হলেন লিপিকা ভদ্র ও সুকেশ কুমার সরকার। দুই আমলাকে বিনা অপরাধে চাকরি থেকে বরখাস্ত করায় এখনও যে সব হিন্দু পুলিশ ও প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তারা ভয়ে সিঁটিয়ে রয়েছেন।

শেখ হাসিনা জমানায় ১৫ বছরে মেধার ভিত্তিতে পুলিশ ও প্রশাসনের উচ্চ পদে আসীন হয়েছিলেন অনেক হিন্দু আধিকারিক। কিন্তু গত বছর ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পরেই বদলে যায় চিত্র। ৮ অগস্ট শপথ নেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর ক্ষমতয় আসীন হয়েই বাংলাদেশের সরকারি চাকরিতে হিন্দুদের নিয়োগের ক্ষেত্রে জারি করে নিষেধাজ্ঞা। হিন্দুদের নাম থাকায় পুলিশ ও প্রশাসনের চাকরির জন্য তৈরি একাধিক প্যানেল বাতিল করা হয়। সেই সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগের দায়িত্বে থাকা পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) নির্দেশ দেওয়া হয়, পুলিশ ও প্রশাসনে চাকরির আবেদনকারী কোনও হিন্দুকে যেন পরীক্ষায় বসতে না দেওয়া হয়। ওই নির্দেশ জারি করেছেন খোদ মোল্লা মুহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী।

গত ১০ মাসে দফায়-দফায় হিন্দু হওয়ার অপরাধে একাধিক সচিব ও পদস্থ পুলিশ কর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) আরও দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়ানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রক। ওই দুই হিন্দু আমলা হলেন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্র। ওই দুজনের পাশাপাশি চাকরি থেকে তাড়ানো হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান,, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইউনূসের জমানায় বিষ মদের রমরমা, খুলনায় বিষাক্ত মদের বলি পাঁচ

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

ঢাকায় আল কায়েদা-আইএসের পতাকা হাতে মিছিল, শ্লোগান উঠল ‘তুমি কে, আমি কে? জঙ্গি-জঙ্গি’

‘বাঁচতে চাইলে শেখ মুজিবের নাম মুখে আনবি না’, গোপালগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে শাঁসানি সেনা-পুলিশের

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, সেনার গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৬

সেনার হুমকিতে ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ