17ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:39 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকার ভেঙ্গে দিয়ে অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবিতে ক্রমশই সুর চড়াচ্ছে বিএনপি সহ বিরোধীরা। রাজপথে নেমে ইতিমধ্যেই হিংসাত্মক আন্দোলন শুরু করে দিয়েছে। বুধবারই রাজধানী ঢাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিরোধীরা যতই চাপ তৈরি করুক না কেন, নির্ধারিত সময়েই যে দেশের জাতীয় সংসদ নির্বাচন হবে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন শাসকদল আওয়ামী লীগের সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কক্সবাজারে দলীয় সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুখ খুলে তিনি বলেন, ‘২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে।’
গত তিনবার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দেশের শাসন ক্ষমতা সামলাচ্ছে আওয়ামী লীগ। যদিও ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে লাগাতার প্রশ্ন তুলে চলেছে বিরোধীরা। এদিন বিএনপি সহ বিরোধীদের সেই সমালোচনায় গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্র রয়েছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই, উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছেন।’
বিএনপি-জামায়াতের সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘জামায়াত-বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে? অগ্নিসন্ত্রাস, গুম-খুন, হত্যা, লুটপাট, মানিলন্ডারিং, দেশের টাকা বিদেশে পাচার।’ আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে (শাসকদলের নির্বাচনী প্রতীক) ভোট দেওয়ার জন্য সমাবেশে হাজির দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে আর্জিও জানান প্রধানমন্ত্রী।