এই মুহূর্তে




বদলের বাংলাদেশে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ। শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। মহম্মদ ইউনূস আসার পরেই নাকি পরিবর্তনের জোয়ার এসেছে বাংলাদেশে। বদলের সেই চিত্র দেখে কার্যত চমকে উঠছে মানুষ।

গণধর্ষণের ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের সদর উপজেলায়। গত ৪ জুলাই শুক্রবার  তিনমাইল সুরিভিটা এলাকারা একটি চা বাগানের কাছে এই নক্কারজনক ঘটনাটি  ঘটে গিয়েছে। এই ঘটনা এতটাই নারকীয় যে ভাষায় প্রকাশ করা যায় না। দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে রেখে তার মাকে কয়েকজন মিলে গণধর্ষণ করেছে।

শনিবার দুপুরে নির্যাতিতা পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণে দায়ী চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল-জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাদেকুল ইসলাম (২৮)।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণধর্ষিতা ওই নারী বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের জুটমিল এলাকায় এক ভাড়া বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দেড় বছরের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইজিবাইকে করে বাপেরবাড়ি যাচ্ছিলেন তিনি। যাওয়ার মধ্যে আচমকা একজন ইজিবাইক চালকের নাম ধরে ডাকে। চালক বাইক থামায়। এরপরই ঘটে আসল ঘটনা। ওই ইজি বাইক চালক সহ ছ’জন মহিলাকে নিয়ে পার্শ্ববর্তী চা বাগানের দিকে নিয়ে যায়। তারপর ছেলের গলায় ছুরি ধরে এক এক করে ওই মহিলাকে ধর্ষণ করে।

একের পর একজনের ধর্ষণে মহিলা একসময় অজ্ঞান হয়ে যান। তখন ধর্ষকরা তাঁকে চা বাগান থেকে সরিয়ে রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয়। রাত ১টার দিকে খবর পেয়ে আসে পঞ্চগড় সদর থানার পুলিশ। তারাই মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতার কথায়, ‘ছেলের গলায় ছুরি ধরে আমাকে বাধ্য করা হয়। চিৎকার করতে চাইলে খুনের হুমকি দেয় ওরা। চারজনকে আমি চিনেছি, দুজন অপরিচিত। এখন আশপাশের মানুষ আমাকে সবকিছু মিটিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। কিন্তু আমি দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ বলে পাকড়াও ভুয়ো এসআই, ঠাঁই শ্রীঘরে

বেনজির কাণ্ড, উর্দি পরেই জামায়াতের হয়ে ভোট চাইলেন পুলিশ কর্তা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সৌম্য-শান্ত’র

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ