এই মুহূর্তে




 চার ছাত্রীকে আটকে রেখে লাগাতার ধর্ষণ, গ্রেফতার কুলাঙ্গার শিক্ষক




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিনা পয়সায় টিউশন দেওয়ার নাম করে গরিব পরিবারের চার ছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে এক কুলাঙ্গার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বাড়ি থেকে আটকে রাখা তিন ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘নারায়ণগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক পদে কর্মরত ধৃত মিজানুর রহমান। মূলত আর্ট ও কম্পিউটারের ক্লাস নিতেন। স্কুলেরই বেশ কয়েকজন ছাত্রীকে নানা প্রলোভনের ফাঁদে ফেলেন। গত ৬ জুন দশম শ্রেণির দুই ছাত্রীকে কৌশলে ঢাকার মোহাম্মদপুরের বাড়িতে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় ১১ জুন দশম শ্রেণির আর এক ছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। গত ২৩ সোমবার দশম শ্রেণির আরেক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে ধর্ষণ করেন। চার কিশোরীকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে আটকে রাখেন।

পরের  দিন মঙ্গলবার (২৪) এক কিশোরী কৌশলে মিজানের বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বাবা-মা সহ পরিবার সহ আটকে রাখা অন্য ছাত্রীদের আত্মীয়স্বজনকেও মিজানের কুকীর্তির কথা জানিয়ে দেয়। চার ছাত্রীর পরিবারের তরফে গুণধর শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই মিজানের মোহাম্মদপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে মিজানকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয় আটকে রাখা। তদন্ত্বে পুলিশ জানতে পেরেছে, এই প্রথম নয়, এর আগেও এমন ন্যক্করজনক কাণ্ড ঘটিয়েছেন মিজান। আগেও রাজধানী ঢাকার এক থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা দায়ের হয়েছে। অন্যদিকে মিজানের কুকীর্তির কথা জানাজানি হতেই তাকে স্কুল থেকে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তোলা দিতে অস্বীকার করায় ঢাকায় ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে খুন করল খালেদার দলের সন্ত্রাসীরা

কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা হুমকি দিলেন মা

ইউনূস সরকারের দাবি মেনে হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জালিয়াতির যন্ত্র ইভিএম বাতিল করে ব্যালটে ফেরার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কার্যালয় খোলার বিরুদ্ধ সুর চড়াল হেফাজতে ইসলাম

সংখ্যালঘুদের বধ্যভূমি বাংলাদেশ, হাসিনা জমানার অবসানের পরে ১১ মাসে ২,৪৪২টি হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ