এই মুহূর্তে

ভোট থেকে সরে দাঁড়ান, বিএনপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হল বিএনপি প্রার্থীকে। কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। এবার তাঁকে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে বাড়িতে পাঠানো হল সাদা থান। বিএনপি প্রার্থী সরে না দাঁড়ালে তাঁর অবস্থা হবে ‘শরীফ ওসমান হাদির মতো। হুঁশিয়ারি দিয়েছে ‘ব্যাটালিয়ন-৭১’ নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী।

জানা গিয়েছে, এক অজানা ঠিকানা থেকে পোস্ট অফিসের মাধ্যমে বিএনপি প্রার্থীর বাড়িতে একটি চিঠি পাঠআনো হয়েছে। সেখানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তাঁর প্রাণনাশ হতে পারে। সেই হুমকির সঙ্গে একটি সাদা থানও পাঠিয়েছে ওই গোষ্ঠী। গত ২৩ ডিসেম্বর এই হুমকি চিঠি পাঠিয়েছে তারা। সেখানে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। বিএনপি ওই প্রার্থীকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলেও লেখা হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপি প্রার্থী। তিনি বলেছেন, পোস্ট অফিসের মারফত এসেছে চিঠি। কে বা কারা পাঠিয়েছে সেই বিষয়ে সঠিক ঠিকানা মেলেনি। এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা পাঠাতে পারে। হুমকি দিয়ে দুর্বল করা চেষ্টা চলছে। কিন্তু তিনি ভয় পাবেন না। এই বিষয়ে চিন্তিত হতে নারাজ  তিনি। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় বায়ুসেনার সঙ্গে টক্কর দিতে পাকিস্তান থেকে JF-17 Thunder যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমানবাহিনী

হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে পুলিশ ও হিন্দুদের খুনের বিচার হবে না, অধ্যাদেশ জারি করছে ইউনূস সরকার

ভারতে ঢাকাই সিনেমার শুটিং নিষিদ্ধ করল ইউনূস সরকার

১০ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

পর স্ত্রীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে পাকড়াও জামায়াতে ইসলামীর নেতা

বাংলাদেশের ঝিনাইদহে হিন্দু বিধবাকে গণধর্ষণের পরে গাছে বেঁধে কেটে নেওয়া হল চুল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ