এই মুহূর্তে

বাবা বিশ্বনাথের মৃত্যুর পর চরম অর্থকষ্টে কেটেছে স্বামীজীর পরিবারের

নিজস্ব প্রতিনিধি: স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) বাবা বিশ্বনাথ দত্ত (Biswanath Dutta) ছিলেন আইনজীবী। তাঁর রোজগারে চলত সংসার। ১৮৮৪ খ্রিস্টাব্দের ২৫শে ফেব্রুয়ারি নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মারা যান। সংসারের রোজগেরে ব্যক্তির মৃত্যুতে চরম আর্থিক কষ্টের মুখে পড়তে হয় সবার। সঙ্কট এমন জায়গায় পৌঁছয়, মাঝে মাঝে স্বামীজী বাড়ি থেকে বেরিয়ে যেতেন নেমন্তন্ন আছে বলে। কারণ তিনি বাইরে চলে গেলে বাড়িতে থাকা খাবার অন্যরা পেট ভরে খেতে পারতেন। এদিকে বাইরে নরেন তখন উপোস থাকতেন অথবা কোনওদিন বাইরে খাবার জুটতো তাঁর। 

স্বামী বিবেকানন্দর নয় ভাই-বোন ছিল। তার মধ্যম ভাই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট লেখক ও বিদেশ ভ্রমণে বিবেকানন্দের সঙ্গী। কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট সাম্যবাদী নেতা ও লেখক। বিশ্বনাথ দত্তের মৃত্যুর ঠিক এক বছর পর ১৮৮৫ সালে বিবেকানন্দের পরিবারের অবস্থা কেমন ছিল তা তুলে ধরেছেন বিবেকানন্দ গবেষক শংকর তাঁর ‘অবিশ্বাস্য বিবেকানন্দ’ বইতে। বইতে তিনি লিখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর শিষ্য স্বামী সারদানন্দকে বিবেকানন্দের বাড়িতে পাঠিয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের এক দুপুরে। তাঁরা ৩ গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িতে গিয়ে যা দেখেছেন তা এইরকম, ‘কেবল একখানি ভাঙা তক্তপোষ, একটা মাদুর ভাঁজকরা, ঘরের পশ্চিমদিকের তক্তপোষের উপর তুলা বের করা একটা গদি, দু’একটা ছেঁড়া বালিশ আর পশ্চিমদিকে একটা কালো মশারি পেরেকের উপর গুটান, কড়িকাঠ হইতে একটা টানা-পাখার ছেঁড়া ঝালর ঝুলিতেছে।’

১৯০৭ সালে স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেন্দ্রনাথকে আদালত এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়ার কারণে। এরপর মায়ের কাছ থেকে টাকা নিয়ে নাম পরিচয় গোপন করে সিস্টার নিবেদিতার পরামর্শে তিনি আমেরিকায় চলে যান ভূপেন্দ্রনাথ দত্ত। দেশ ছাড়ার পর মায়ের সঙ্গে আর তাঁর কখনও দেখা হয়নি। কারণ ১৯১১ সালের ২৫ জুলাই ভুবনেশ্বেরী দেবী মেনিনজাইটিস রোগে ভুগতে ভুগতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গন ভাইফোঁটার পরিকল্পনা নিয়েছে বসিরহাটের ‘নবোদয় সংঘ’

বনগাঁ থানার এবারের কালীপুজোর থিম ‘ কৈলাস পর্বতে মহাদেব’

বাঁকুড়ার সাঁতরা বাড়ির “বড় বৌমা” পূজিত হলেন মা কালীর রূপে

নৈহাটির বড়মার পুজোয় ভক্তদের ভিড়

তারাপীঠে সারারাত খোলা থাকছে গর্ভ গৃহের দরজা

মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উপবাস, নিজের হাতে রান্না করলেন ভোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর