এই মুহূর্তে




১ সীমান্ত, ৩ শত্রু, ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানই একমাত্র প্রতিপক্ষ ছিল না ভারতের: সেনাকর্তা




নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সাফল্য কারও কাছেই গোপন নয়। যেটি ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা ছিল। তাতে পাকিস্তানি জঙ্গিঘাঁটিগুলিকে লক্ষ্য করে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়। এবং নিঃশব্দে চালানো এই অভিযানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সফল হয়। এতে ক্ষুব্ধ হয়ে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল, যা ভারতীয় সেনাবাহিনী ব্যর্থ করে দেয়। চার দিন ধরে চলা সামরিক সংঘর্ষের পর অবশেষে, ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর. সিংহ জানিয়েছেন যে, এই অভিযানে পাকিস্তানই ভারতের একমাত্র শত্রু ছিল না।

শুক্রবার (৪ জুলাই) FICCI-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে, সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান আরও জানিয়েছেন যে, ‘অপারেশন সিঁদুর থেকে আমরা অবশ্যই অনেক কিছু শিখেছি। যুদ্ধ এক সীমান্তে চলছিল কিন্তু প্রতিপক্ষ ছিল তিনজন। পাকিস্তান সামনে ছিল কিন্তু চিন তাঁদের সম্ভাব্য সকল সাহায্য করছিল। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। গত পাঁচ বছরে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করছে তার ৮১ শতাংশই চিনের। চিন অন্যান্য অস্ত্রের সঙ্গে তাদের অস্ত্র পরীক্ষা করছে। তারা একটি জীবন্ত ল্যাবের মতো। দিনরাত তাদের ওখানে অস্ত্র পরীক্ষা হচ্ছে। শুধু চিন নয়, তুরস্কও পাকিস্তানকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিল। তারা সর্বদা পাকিস্তানের সঙ্গে ছিল। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরের আলোচনা চলছিল। তখন পাকিস্তান চিন থেকে আমাদের ভেক্টরগুলির লাইভ আপডেট পাচ্ছিল। ভবিষ্যতে এই ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। তবে অপারেশন সিঁদুর অভিযানে আমাদের কিছু দেশীয় অস্ত্র ভালোভাবে কাজ করেছে। কিন্তু কিছু অস্ত্র ভালোভাবে কাজ করেনি।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর ধরে আমরা যেভাবে যন্ত্রণা শোষণ করেছিলাম, সেভাবে এই যন্ত্রণা শোষণ করার কোনও সুযোগ নেই। অপারেশন সিঁদুর লক্ষ্যবস্তু পরিকল্পনা এবং নির্বাচন প্রযুক্তি এবং মানব বুদ্ধিমত্তা ব্যবহার করে সংগৃহীত প্রচুর তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছিল। সুতরাং মোট ২১টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে নয়টি লক্ষ্যবস্তুতে আমরা অভিযান চালানো বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি। শেষ দিন বা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাকিস্তানের এই নয়টি লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। চিন-পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক প্রচলিত অস্ত্র স্থানান্তরের বাইরেও বিকশিত হয়েছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান চিন থেকে সরাসরি ইনপুট পাচ্ছিল। আমাদের দ্রুত এই বিষয়ে কাজ করতে হবে। তাই ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। ইজরায়েলের মতো আমাদের কাছে আয়রন ডোম নেই। আমাদের কাছে এই ধরণের বিলাসিতা নেই। কারণ এই জিনিসগুলির জন্য অনেক টাকা খরচ হবে। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে।’ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) অনুসারে, চিন ২০১৫ সাল থেকে পাকিস্তানের কাছে ৮.২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে, চিন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক হিসাবে স্থান পেয়েছে। এই রপ্তানির প্রায় ৬৩ শতাংশ পাকিস্তানে গেছে, যা ইসলামাবাদকে চিনের বৃহত্তম অস্ত্র ক্রেতা করে তুলেছে। এই সরবরাহ শৃঙ্খলে পাকিস্তানের অর্ধেকেরও বেশি যুদ্ধবিমান রয়েছে, যার আধিপত্য চিনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার এবং আরও উন্নত J-10C মাল্টিরোল যুদ্ধবিমান দ্বারা প্রভাবিত। পাকিস্তান এখন চিন থেকে ৪০টি Shenyang J-35 পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার অন্তর্ভুক্ত করতে প্রস্তুত, যা তাদের গোপন যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে তুলবে।’ গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। অপারেশন সিঁদুর অভিযানে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিন-সহ গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পণের জন্য নরক হয়েছে জীবন, দেহে খুনিদের নাম লিখে আত্মহত্যা গৃহবধূর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ