এই মুহূর্তে




হাড়হিম হয়ে আসবে শুনলে, ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর




নিজস্ব প্রতিনিধি, লখনউ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালকের বিরুদ্ধে। তাঁরা দুজনেই একই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। ধর্ষণের ঘটনাটি ঘটেছে শনিবার ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। যে মেয়েটি নির্যাতনের শিকার হয়েছে তার বয়স ৭। ধর্ষক ১৪ বছরের এক কিশোর। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সাত বছর বয়সী মেয়েটিকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের মতে, ১৭ জুন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। নাবালিকা বাবড়ির কাছের একটি কল থেকে জল আনতে গিয়েছিল। তখন ওই কিশোর তাকে কাছে ডাকে। তারপর ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও নিগৃহীতা একই গ্রামের বাসিন্দা।
মেয়েকে যন্ত্রণাকাতর দেখে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন নাবালিকার বাবা। তিনি অভিযোগ করেছেন, ঘটনার পর ওই নাবালকের বাবাকে ফোন করে গোটা ঘটনা জানানো হয়। তাতে ফল হয় উলটো। ওই ব্যক্তি ছেলের দোষ স্বীকার বা যাচাই না করে রীতিমতো হুমকি দিতে থাকেন। এমনকি বেশি বাড়াবাড়ি করলে গোটা পরিবারকে খুন করা হবে বলে হুমকি পর্যন্ত দেন। ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় নাবালিকার বাবাকে।
নিগৃহীতার বাবার অভিযোগের ভিত্তিতে ওই নাবালক এবং তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই প্রসঙ্গে সার্কেল অফিসার (খুরজা) পূর্ণিমা সিং বলেন, কিশোর অপরাধীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তার বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১৪ বছরের নাবালক ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে- এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তা যথেষ্ট চিন্তার বিষয়। দিনে দিনে ভারতে ধর্ষণ মহামারীর রূপ নিচ্ছে। কলকাতার বিখ্যাত ল কলেজের গণধর্ষণকাণ্ডে এখন ভারত তোলপাড়। ২০২৪ সালে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা বিশ্ব। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অ্যাডভাইজারি জারি করে নিজের দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছিল যে ভারত ভ্রমণে যাওয়া মার্কিন নারীরা ধর্ষণব্যাধি থেকে সুরক্ষিত থাকবেন। এই অ্যাডভাইজারি গোটা বিশ্বের সামনে ভারতের লজ্জার নিদর্শন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পণের জন্য নরক হয়েছে জীবন, দেহে খুনিদের নাম লিখে আত্মহত্যা গৃহবধূর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ