এই মুহূর্তে




ঘোর বিপদের পূর্বাভাস! অমরনাথ যাওয়ার পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা




নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: দুর্ঘটনার সম্মুখীন অমরনাথ যাত্রীরা। শনিবার সকালে রামবান জেলার চান্দেরকোট এলাকায় পবিত্র অমরনাথ মন্দিরে ভক্তদের নিয়ে যাওয়ার সময় একটি কনভয় দাঁড়িয়ে থাকা চারটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে কমপক্ষে ৩৬ জন অমরনাথ তীর্থযাত্রী আহত হন।

চান্দেরকোটের একটি স্থানে জলখাবার খাওয়ার জন্য কনভয়টি থামার সময় এই দুর্ঘটনা ঘটে। রামবানের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) কুলবীর সিংহ জানিয়েছেন, চালক সময়মতো কনভয়টি থামাতে ব্যর্থ হন। ফলে আগে থেকে দাঁড়িয়ে থাকা একাধিক বাসের সঙ্গে তার সংঘর্ষ হয়। খুব অল্প সময়ের মধ্যে ঘটে যায় চেইন রিঅ্যাকশন। এতে ৩৬ জন যাত্রী আহত হন।

এসএসপি’র কথায়, “চান্দেরকোটে জলখাবার খাওয়ার জন্য কনভয়টি থামে। এতে তীর্থযাত্রীরা সামান্য আহত হয়েছেন। বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা হয়েছে। তাঁরা প্রাথমিক চিকিৎসার পর তীর্থযাত্রা চালিয়ে যেতে ইচ্ছুক ছিলেন।” সেই সঙ্গে কুলবীর সিং জানিয়েছেন, “আহতদের মধ্যে তিন থেকে চারজনের আঘাত গুরুতর। আঘাতের প্রকৃতি গভীর হওয়ার কারণে তাঁরা এখুনি আর অমরনাথের দিকে এগিয়ে যেতে পারবেন না।

প্রতি বছরের মতো এই বছরও শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৩ জুলাই থেকে বরফানি বাবার দর্শনের জন্য ভীড় জমাতে শুরু করেছেন পূণ্যার্থীরা। বৃহস্পতিবার সকালে বাবা অমরনাথের প্রথম আরতি করা হয়। প্রতি বছর অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পাহেলগাম রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার দীর্ঘ ছোট কিন্তু খাড়া বালতাল রুট দিয়ে হয় অমরনাথ যাত্রা। যেহেতু কাশ্মীর, তাই থাকে সেনা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সতর্কতা। ৯ আগস্ট রাখিবন্ধনের দিন ২০২৫ সালের অমরনাথ যাত্রা শেষ হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ