এই মুহূর্তে




শিবাকাশিতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪




নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ফের বিস্ফোরণের সম্মুখীন ভারত। তামিলনাড়ুর একটি বাজি কারখানায় বিস্ফোরণে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে বিরুধুনগর জেলার শিবাকাশির কাছে চিন্না কামানপট্টি গ্রাম এলাকার একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

সূত্রের খবর, বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লাগে। কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ভেতর থেকে ক্রমাগত বাজি ফাটার শব্দ শোনা যায়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও অজানা।

শিবাকাশীকে ‘ভারতের আতশবাজি রাজধানী’ বলা হয়। এটি দেশলাই শিল্প এবং মুদ্রণের একটি প্রধান কেন্দ্রও। চিন্না কামানপট্টি যেখানে অবস্থিত, সমগ্র বিরুধুনগর জেলায় এই শিল্পগুলির শক্তিশালী উপস্থিতি রয়েছে। ফলে কারখানাও রয়েছে প্রচুর।

সোমবার তেলেঙ্গানার একটি ওষুধ তৈরি কারখানায় চুল্লি বিস্ফোরণে ৩৪ জন নিহত হন। পাশাপাশি আশপাশের একাধিক কাঠামো ধ্বংস হয়। তার ঠিক একদিন পরই শিবাকাশীতে আতশবাজি কারখানার বিস্ফোরণ ঘটে। সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার ফার্মা প্ল্যান্টে রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণ ঘটেছিল। ঘটনার সময় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ছিল ১০ জন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার পর তা বেড়ে যায়।

আহতদের মধ্যে তিন জন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন। মঙ্গলবার বেলায় ঘটনাস্থলে যাওয়ার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ জানান, বিস্ফোরণের অভিঘাতে কারখানাটির ছাদ উড়ে গিয়েছিল। সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৯০ জন কাজ করছিলেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লজ্জিত লখনউ! স্কুল ভ্যানে ধর্ষিত ৪ বছরের শিশু

ফের বিজেপি শাসিত ওড়িশায় কিশোরীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

বন্ধুর সঙ্গে গতির লড়াইয়ে পাল্লা দিতে গিয়ে ২ জনকে পিষে দিল পুলিশ কর্তার ছেলে

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ