এই মুহূর্তে




বসের স্ত্রীর রহস্যজনক মৃত্যু,পরকীয়ায় জড়িতকে খুঁজতে দিনরাত এক করে দিচ্ছে গ্যাংস্টারের সাগরেদরা




নিজস্ব প্রতিনিধি, নাগপুর: এক কুখ্যাত গ্যাংয়ের সদস্য প্রেমে পড়েছিলেন গ্যাংস্টারের স্ত্রীর। সে প্রেমের বাঁধন এমন শ্বাসরুদ্ধকর হবে তখন তো বোঝা যায়নি। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। আসলে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সেই মহিলার। তারপরেই প্রকাশ হয়ে পড়েছে দু’জনের প্রেমের সম্পর্ক। গ্যাং ভেঙে চুরমার, প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রেমিক ।

নাগপুরে ইপ্পা গ্যাংয়ের ৪০ জন সদস্য শহর এবং শহরতলিতে ঘুরে বেড়াচ্ছে এখন। তাদের একটাই লক্ষ্য, আরশাদ টোপিকে হত্যা করা। এই আরশাদ টোপিই গ্যাং প্রধানের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। গত বৃহস্পতিবার টোপি সেই মহিলার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য বেরিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তখনই এক দুর্ঘটনায় গ্যাংপ্রধানের স্ত্রীর মৃত্যু হয়।

নাগপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, টোপি এবং মহিলা বাইকে করে যাচ্ছিলেন। আচমকা একটি জেসিবি মেশিনের ধাক্কায় বাইকটি উল্টে যায়। আরশাদ টোপির আঘাত অল্পের ওপর দিয়ে গেলেও গুরুতর আহত হন মহিলা।

কোরাডি থার্মাল প্ল্যান্টের একটি টহলদারি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা মহিলার চিকিৎসা করতেই চাননি। তারপর বাধ্য হয়ে তাঁকে কাম্প্তির অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও ভর্তি নেওয়া হয়নি।

টোপি অ্যাম্বুলেন্স চালককে টাকা দেওয়ার পরই মহিলাকে নাগপুরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) ভর্তি করা হয়। যেখানে শুক্রবার সকালে তিনি মারা যান। হাসপাতালের সিসিটিভি ফুটেজে আহত মহিলার সঙ্গে আরশাদকে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে।

মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইপ্পা গ্যাং টোপিকে বিশ্বাসঘাতক ঘোষণা করে এবং তাকে হত্যা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। এই তথ্য দিয়েছেন নাগপুরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। পুলিশ আরও জানিয়েছে, এই গ্যাংটির বিশ্বাস যে তাদের প্রধানের স্ত্রীকে টোপি হত্যা করেছে। তিনি দুর্ঘটনায় মারা যাননি। মহিলার বিশ্বাসঘাতকতা এবং খুনের (গ্যাংয়ের দাবি) প্রতিশোধ নিতে এই চক্রের চল্লিশজন সদস্য এখন টোপিকে সারা নাগপুর জুড়ে খুঁজে বের করার চেষ্টা করছে।

“নিজের জীবনের ঝুঁকি রয়েছে বুঝতে পেরে, টোপি শুক্রবার পার্দিতে ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) এর অফিসে সুরক্ষার জন্য ছুটে যান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, ডিসিপি তাকে কোরাডি থানায় পাঠিয়েছেন। যেখানে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।” নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন।পুলিশ জানিয়েছে যে এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে যে ওই মহিলা একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁকে খুন করা হয়েছে এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘জন্মদিনে দারুণ উপহার পেলাম’, আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য

মোদির বঙ্গ সফরের দিনে নাড্ডার বাসভবনে দিলীপ ঘোষ

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ