এই মুহূর্তে

জনপ্রিয় অভিনেত্রীর ১৪ বছরের ছেলের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার নিহতের দুই বন্ধু

নিজস্ব প্রতিনিধিঃ ‘ক্রাইম পেট্রোল’-খ্যাত অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলে সাগর গাঙ্গওয়ারের মৃতদেহ উদ্ধার। স্বাভাবিকভাবেই এই ঘটনা নাড়িয়ে দিয়েছে অভিনেত্রীর গোটা পরিবার কে। পুলিশ একটি নালানর্দমা থেকে উদ্ধার করেছে সাগরের দেহ। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বেরেলি তে। সাগরের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কোনও ষড়যন্ত্র, খুন নাকি অপহরণ? যদিও এই ঘটনায় ইতি মধ্যেই সাগরের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। আসলে সাগর তাঁর মামাবাড়িতে থাকত। গত শনিবার (৭ ডিসেম্বর) থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফিরলে স্বাভাবিকভাবেই খোঁজাখুঁজি শুরু করেন সাগরের মামাবাড়ির লোকজন। তাঁর মামা এলাকায় জিজ্ঞাসাবাদ করার পরেও কোনও তথ্য পায়নি। শেষে তিনি পুলিশকে বিষয়টি জানান। এবং পুলিশ তদন্ত শুরু করে সাগরের নিথর দেহ ড্রেন থেকে খুঁজে পায়।

এরপর এলাকার কয়েকজন যুবককে আটক করেন পুলিশ। পুলিশের জেরার মুখে পরেই সাগরের এক বন্ধু অনুজ চমকপ্রদ তথ্য পেশ করেন। অনুজ জানায়, ঘটনার দিন সাগর তাঁদের সঙ্গে বসে মদ খাচ্ছিল। মদ খেতে খেতে হঠাৎই সাগর অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় ভয় পেয়ে তাঁরা সাগরকে মাঠে ফেলে সেখান থেকে চলে যান। কিন্তু সাগরের পরিবার দাবি করছেন, অনুজের দেওয়া তথ্য একেবারে ভুল। কেননা সাগরের মরদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন সাগরের শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এমনকী সাগরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সুতরাং সাগরের পরিবার এই ঘটনাটিকে নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। এবং বলেছেন সাগরকে হত্যা করা হয়েছে। সাগরের পরিবার তাঁর দেহ ময়নাতদন্তের দাবি করেছেন। এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবার। তাঁরা বেরেলিতে প্রায় ৯০ মিনিট জুড়ে বিক্ষোভ দেখান। এরপরেই পুলিশ তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করে। সাগর গাংওয়ারের দুই প্রাপ্তবয়স্ক বন্ধু, অনুজ এবং সানিকে বুধবার গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সার্কেল অফিসার (ফতেহপুর) আশুতোষ শিবম বলেছেন, “পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। তবে বিষক্রিয়া বা ওষুধের অতিরিক্ত মাত্রার ইঙ্গিত পাওয়া গিয়েছে।” অন্যদিকে জেরার মুখে পড়ে অনুজ এবং সানি স্বীকার করেছেন, তারা সাগরের সঙ্গে মাদক ও অ্যালকোহল সেবন করেছিলেন। পুলিশ জানিয়েছে, সাগর, ক্লাস ৮-এর ছাত্র। রবিবার (৮ ডিসেম্বর) সকালে ইজ্জতনগর থানার আদালখিয়া গ্রামের কাছে একটি ড্রেন থেকে সাগরের নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। এরপরই সাগরের গ্রামে প্রতিবাদের জন্ম দেয়, বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। সাগরের মা তথা স্বপ্না দেবী ‘ক্রাইম পেট্রোল’ এবং ‘মাটি কি বান্নো’-অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। স্বপ্না সিং মঙ্গলবার তার ছেলের মৃতদেহ দেখতে মুম্বই থেকে বেরেলি চলে যান। এবং তিনি ছেলের হত্যার ঘটনায় ভুটা থানায় নতুন এফআইআর দায়ের করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের গায়ে আগুন ধরাল স্বামী, ৫০০ মিটার দৌড়ে যেতেই ছিটকে পড়ল দেহ

Mahakumbh: এ কী কাণ্ড! ইউটিউবার-এর প্রশ্নে রেগে গিয়ে চিমটে দিয়ে পেটালেন নাগা সন্ন্যাসী

পুদুচেরিতে HMPV-তে আক্রান্ত ৩ বছরের শিশু, দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৮

ফোনের ওয়ালপেপারে প্রেমিকের ছবি নিয়ে ঘুরছেন, শীঘ্রই বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর?

শত্রুরা সাবধান! আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা

বিলাসবহুল গাড়ি থেকে নেমে মন্দির থেকে রুপোর মূর্তি নিয়ে চম্পট, চোরের পরিচয় জানলে আঁতকে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর