-273ºc,
Friday, 9th June, 2023 3:03 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই আমজনতার কাছে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ওটিটি প্ল্যাটফর্মগুলি। প্রেক্ষাগৃহ ও টিভি চ্যানেলমুখী দর্শকরা মজেছেন অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা-ওয়েব সিরিজে। এতদিন খুল্লামখুল্লা ছাড় পাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্মগুলি। কিন্তু এবার সেই ছাড়ে রাশ টানছে মোদি সরকার। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ধূমপান সংক্রান্ত সতর্কীকরণ দেখানো বাধ্যতামূলক হতে চলেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন সিনেমা হলে ছবি প্রদর্শনের আগে বাধ্যতামূলকভাবে দেখাতে হয় ধূমপান সংক্রান্ত সতর্কীকরণ। শুধু তাই নয়, ছবিতে ধূমপানের কোনও দৃশ্য থাকলে পর্দায় ফুটে ওঠে ওই বিধিবদ্ধ সতর্কীকরণ। টেলিভিশন চ্যানেলে ধূমপান সংক্রান্ত দৃশ্যের সময়ে ওই সতর্কীকরণ দেখানো হয়। কিন্তু ছাড় পাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্মগুলি।
কিন্তু ইদানিং একাধিক ওয়েব সিরিজে ধূমপান ও মদ্যপানের দৃশ্য দেখানোর প্রবণতা বেড়ে চলেছে। কোনও সতর্কীকরণ না চালানোয় অনেক দর্শকের মনেই ধূমপানের নেশা জেগে উঠছে। এ সংক্রান্ত একাধিক অভিযোগ জমাও পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে। তার পরেই ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য নিয়ম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা হলের মতো ওটিটি প্লাটফর্মগুলিতেও কোনও ছবি কিংবা ওয়েব সিরিজ প্রদর্শিত হওয়ার শুরুতে এবং মধ্যবর্তী সময়ে কমপক্ষে ৩০ সেকেন্ডের ধূমপান সম্পর্কিত বিধিবদ্ধ সতর্কীকরণ দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েব সিরিজ কিংবা ছবিতে ধূমপানের দৃশ্য থাকলেও সতর্কীকরণ বিজ্ঞপ্তি তুলে ধরতে হবে। স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘বিপুল জনপ্রিয়তার সুযোগ নিয়ে নবীন ও তরুণ প্রজন্মকে ধূমপানে উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। যা যথেষ্টই উদ্বেগের বিষয়। যে কারণেই ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে।’