এই মুহূর্তে




প্রতিকুল আবহাওয়া, মঙ্গলের পরিবর্তে বুধে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা




নিজস্ব প্রতিনিধি: ইতিহাসের সাক্ষী থাকার জন্য ভারতীয়দের অপেক্ষা খানিকটা দীর্ঘতর হল। প্রতিকুল আবহাওয়ার জন্য মহাকাশযান  Axiom-4 -এর উ‍ৎক্ষেপণ  ২৪ ঘন্টার জন্য পিছিয়ে গিয়েছে। ফলে আগামিকাল মঙ্গলবার (১০ জুন) রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় নভশ্চর হিসাবে মহাকাশে পাড়ি দেওয়া হচ্ছে না শুভাংশু শুক্লার। মঙ্গলবারের পরিবর্তে বুধবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার সময়ে মহাকাশে পাড়ি দেবেন তিনি। সোমবার রাতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) তরফে চেয়ারম্যান ভি নারায়ণ মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে গগনযানের মহাকাশে পাড়ি দেওয়ার সময় বদলের কথা জানিয়ে লিখেছেন, ‘প্রতিকুল আবহাওয়ার কারণে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় গগনযাত্রী পাঠানোর জন্য Axiom-4 মিশনের উৎক্ষেপণ ১১ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।১১ জুন ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় উ‍ৎক্ষেপণের নয়া সময় স্থির করা হয়েছে।’

১৯৮৪ সালে সোভিয়েত মহাকাশযানে চড়ে মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার রাকেশ শর্মা। প্রায় চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছেন শুভাংশু শুল্কা। তাঁর সঙ্গে থাকছেন  আমেরিকার পেগগি হুইটসন, পোল্যান্ডের সাওস উজনাস্কি-উইনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। এই অভিযানে পাইলট হিসেবে থাকবেন শুভ্রাংশু। ২০১৯ সালে ভারতের মহাকাশচারী হিসাবে নির্বাচিত হন তিনি। রাশিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন শুভাংশু।

গত মে মাসের ২৯ তারিখেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার। ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার মহাকাশে পাড়ি দেওয়ার কথা থাকলেও বেশ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে উ‍ৎক্ষেপণ কর্মসূচি পিছিয়ে ১০ জুন করা হয়েছিল। কিন্তু এবারে বাগড়া বসাল প্রতিকুল আবহাওয়া।  

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, প্রবল অগ্ন্যুৎপাতে জারি হল কড়া সতর্কতা

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

জুয়ার নেশায় সর্বস্বান্ত, ২৩ লাখ খুইয়ে চুরিতে হাত পাকাল M.Tech ইঞ্জিনিয়ার

‘পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করেন, জেলে পাঠানো হবে’, ATS অফিসার সেজে বৃদ্ধার সঙ্গে ২২ লক্ষ টাকা প্রতারণা

রাস্তা অবরোধ করায় ২ কংগ্রেস বিধায়কের ১ বছরের জেলের সাজা

FASTag নিয়ে নীতিন গড়করির বড় ঘোষণা, এবার গাড়ি থাকলেই পকেট গড়ের মাঠ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ