এই মুহূর্তে




‘মেয়েদের সাহস থাকলে তোমাকে আগে থাপ্পড় মারত’, ব্রিজভূষণকে আক্রমণ পুনিয়ার




নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান ঘটিয়ে, ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন ভিনেশ ফোগট।তবে বজরং পুনিয়া ভোটে লড়বেন না। তিনি কংগ্রেসের প্রচার সহায়ক পদে নিযুক্ত হয়েছেন। অলিম্পিক্সে সোনার কাছাকাছি গিয়ে মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্যে ভিনেশ ফোগটকে কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগে Disqualified করা হয়, এরপরেই তিনি কুস্তি থেকে অবসর নেন। অলিম্পিক্সে সোনার কাছে গিয়েও ফিরে আসা, এই ক্ষতটা হয়তো সারাজীবনেও ভুলতে পারবেন না ভিনেশ ফোগট। তাই এবার তিনি দেশের মানুষের কাছে নিজেকে উৎসর্গ করে দিতেই কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি ভোলেননি, গতবছর কুস্তিতে মহিলাদের যৌন শোষনে অভিযুক্ত কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংয়ের সহিংসতার বিষয়টি। আর রাস্তায় নেমে ভিনেশ ফোগট, বজরং পুনিয়াদের প্রতিবাদের দৃশ্যটিও গোটা দেশ দেখেছে, কিন্তু সেই সময় বিজেপি ছাড়া সকলেই তাঁদের সমর্থন করেছিল।

শনিবার ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়ার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রেসলিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিং। তিনি শনিবার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীপেন্দ্র হুডা এবং হুডা পরিবার তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যৌন হেনস্থার অভিযোগকেও তিনি ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, ‘ভিনেশ একজন কুস্তিগীর ছিল আমি যদি তাকে শ্লীলতাহানি করতাম তবে আমার তাকে চড় মারা উচিত ছিল। এছাড়াও, তিনি অন্যান্য খেলোয়াড়দের অধিকার বলি দিয়ে অলিম্পিক্সে গিয়েছিলেন। সেই কারণে সে জিততে পারেনি। বিচারে তাকে পরাজিত করা মেয়েটির অধিকার কেড়ে নিয়ে তোলপাড় সৃষ্টি করেছিল সে। এমতাবস্থায়, ফোগাটের সঙ্গে যা ঘটেছে, সেটা তার প্রাপ্য ছিল।’ ব্রিজভূষণের এই বিস্ফোরক মন্তব্যের পরে মুখ খুললেন বজরং পুনিয়া।

উপযুক্ত জবাবে পুনিয়া বলেন, ‘দেশের প্রতি ব্রজভূষণ শরণ সিংয়ের মানসিকতা প্রকাশ পেয়েছে। এটি ভিনেশের পদক ছিল না। এটি ছিল ১৪০ কোটি ভারতীয়দের পদক। আমার সন্দেহ, যারা ভিনেশের অযোগ্যতা উদযাপন করেছে, তারা কি দেশপ্রেমিক? আমরা ছোটবেলা থেকে দেশের জন্য লড়ছি, তারা আমাদের দেশপ্রেম শেখাচ্ছে। তারা মেয়েদের শ্লীলতাহানি করছে। আমরা কখনই বলিনি কোন কুস্তিগীরকে শ্লীলতাহানি করা হয়েছিল। ভিনেশের নাম নিয়ে সে অপরাধ করেছে। মেয়েদের যদি থাপ্পড় মারার সাহস থাকত, তাহলে তোমাকে অনেক থাপ্পড় মারতেন। ব্রিজভূষণ চুরি থেকে রাষ্ট্রদ্রোহের ইতিহাস পত্রক। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মধ্যে একজনই নির্বাচনে লড়বে। এখন প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে কোনো আশা নেই। আমার বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করা হয়েছে, ডোপ অভিযোগে আমাকে নিষিদ্ধ করা হয়েছে। ভিনেশ অলিম্পিক থেকে বাদ পড়ার পরে, তিনি কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কঠিন সময়ে কংগ্রেস আমাদের পাশে দাঁড়িয়েছে। এএএপি এবং অন্যান্য বিরোধী দলও আমাদের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব AAP-এর সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তবে ভারতের জোটের একসঙ্গে লড়াই করা উচিত।’

পুনিয়া আরও বলেন,’ আমি খট্টর জিকে জিজ্ঞেস করতে চাই আপনি ব্রিজভূষণের সঙ্গে আছেন কি না? মহিলা কুস্তিগীরদের আইনি লড়াই এখনও শেষ হয়নি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। সাক্ষী মালিক আমাদের সঙ্গে আছেন। আমরা তিনজনই একসঙ্গে। আমরা এখনও খেলায় রয়েছি। আমরা তিনজন যে লড়াই শুরু করেছি তা আমরা একসঙ্গে শেষ করব। রাজনীতিতে না আসার সিদ্ধান্ত ছিল সাক্ষীর। হরিয়ানায় প্রচারে ব্রিজ ভূষণকে স্বাগত জানানো হয়েছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা অভিযুক্তদের পাশে দাঁড়াতে চান নাকি তাদের মেয়েদের পাশে। প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে প্রত্যাশা রাখার কোনও মানে নেই। সুপ্রিম কোর্টে আমাদের আস্থা আছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তেলগু সুপারস্টার পবন কল্যাণকে ফোনে খুনের হুমকি, তদন্তে পুলিশ

তরুণীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযোগ দায়ের হতেও বেপাত্তা বিজেপি নেতা

‘অতি ভক্তি….’, চুরির সময়ে ভগবানের ছবি চোখে পড়তেই ক্ষমা চেয়ে নিলেন চোর বাবাজি

এ যেন সিনেমার প্লট ! দ্রুতগামী গাড়ির ধাক্কায় ২০ ফুট দূরে ছিটকে গেল ঘোড়া

দিল্লি বিধানসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ আপের, নাম রয়েছে শিসোদিয়ার

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা, পটনায় তড়িঘড়ি অবতরণ বিমানের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর