এই মুহূর্তে

অতিরিক্ত জেলাশাসকের দাদাগিরি, খেলতে রাজি না হওয়ায় ব্যাডমিন্টন খেলোয়াড়দের তাড়া করে পেটালেন

নিজস্ব প্রতিনিধিঃ এ কী কাণ্ড! রেগে গিয়ে ব্যাডমিন্টন গ্রাউন্ডেই মারধর শুরু করলেন খোদ অতিরিক্ত জেলাশাসক। শুধু তাই নয়, খেলোয়াড়দেরকে মারধরের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। অতিরিক্ত জেলাশাসকের এমন দাদাগিরি দেখে ক্ষুব্ধ নেট জনতা। ঘটনাটি ঘটেছে, বিহারের মাধেপুরায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জেলার অতিরিক্ত জেলাশাসক শিশির কুমার সেখানকার ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপরই তিনি খেলোয়াড়দের গালিগালাজ করতে শুরু করেন। এবং তাঁদের ব্যাডমিন্টন দিয়েই পেটাতে শুরু করেন। দৌড়ে গিয়ে তাঁর খেলোয়াড়দের মারধরের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, চরম মারধরের ফলে একজন খেলোয়াড়ের মাথা ফেটে গিয়েছে এবং চোখেও গুরুতর আঘাত লেগেছে। এই দৃশ্যটি সেখানে উপস্থিত এক খেলোয়াড়ের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন। কিন্তু কেন আচমকা রেগে গেলেন অতিরিক্ত জেলাশাসক?

জানা গিয়েছে, ঘটনার দিন জেলা আধিকারিক তরণজিৎ সিংয়ের বাড়ির পাশে অবস্থিত বিপি মণ্ডল ইন্ডোর স্টেডিয়ামের ব্যাডমিন্টন কোর্টে অনুশীলন করছিলেন কয়েকজন খেলোয়াড়। সেই সময় মাধেপুরার অতিরিক্ত জেলা শাসক শিশির কুমার মিশ্র আরও কয়েকজন অফিসারদের সঙ্গে সেখানে পৌঁছেন এবং খেলোয়াড়দের তার সঙ্গে ব্যাডমিন্টন খেলার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু দীর্ঘক্ষণ অনুশীলনের পর খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েন। তাঁদের খেলার ইচ্ছে ছিল না। এরপর তাঁরা অতিরিক্ত জেলাশাসকদের চাপে পড়ে নতুন করে ম্যাচ শুরু করেন। এরপর খেলা চলাকালীন একজন খেলোয়াড় ভুল শট দেন, যা দেখেই অতিরিক্ত জেলাশাসক শিশির কুমার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এবং কোর্টের বাইরে দৌড়তে শুরু করেন। ব্যাডমিন্টন র‌্যাকেট দিয়ে খেলোয়াড়কে মারতে শুরু করেন। এরপর তাঁকে বাঁচাতে অন্য একটি খেলোয়াড় ছুটে আসেন। কিন্তু তাঁকেও মারধর করা হয়। যার ফলে খেলোয়াড়দের মাথায় চোট লাগে, এবং গলা ও হাতেও আঘাত লাগে। এমনকী এডিএম খেলোয়াড়ের ব্যাডমিন্টন র‌্যাকেটও ভেঙে দেন।

পাশাপাশি ইন্ডোর স্টেডিয়ামে আর অনুশীলন না করার হুমকি দেন। এ সময় ADM-এর সঙ্গে অন্যান্য অফিসাররা উপস্থিত থাকলেও তাঁরা এডিএমকে থামানোর প্রয়োজন মনে করেননি। এমনকী আহত খেলোয়াড়ের চিকিৎসা করাতেও দেননি তারা। শেষে এডিএমের সঙ্গে তাঁর ঘটনাস্থল ছেড়ে চলে যান। কিন্তু ততক্ষণে অন্যান্য খেলোয়াড়রা বিষয়টি পুরোটাই রেকর্ড করে নেন মোবাইল ফোনে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কর্মকর্তাদের এই কর্মকাণ্ডে ভুক্তভোগী খেলোয়াড়রা খুবই ভয় পেয়েছেন। এই বিষয়ে জেলাশাসক তরণজিত সিং জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শঠে শাঠ্যং! সীমান্তে কাঁটাতার বিতর্কে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের গায়ে আগুন ধরাল স্বামী, ৫০০ মিটার দৌড়ে যেতেই ছিটকে পড়ল দেহ

Mahakumbh: এ কী কাণ্ড! ইউটিউবার-এর প্রশ্নে রেগে গিয়ে চিমটে দিয়ে পেটালেন নাগা সন্ন্যাসী

পুদুচেরিতে HMPV-তে আক্রান্ত ৩ বছরের শিশু, দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৮

শত্রুরা সাবধান! আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা

বিলাসবহুল গাড়ি থেকে নেমে মন্দির থেকে রুপোর মূর্তি নিয়ে চম্পট, চোরের পরিচয় জানলে আঁতকে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর