এই মুহূর্তে




ফের সোনম কাণ্ডের ছায়া, স্বামীকে খুন করে গ্রেফতার মহিলা




নিজস্ব প্রতিনিধি, পটনা: স্বামীকে ষড়যন্ত্র করে হত্যার অভিযোগে গ্রেফতার মহিলা। শনিবার পুলিশ জানিয়েছে, বিহারের ঔরঙ্গাবাদ জেলায় প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন করে ওই মহিলা। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বান্দেয়া থানার আওতাধীন আমাউনা গ্রামের একটি মাঠ থেকে তার স্বামী বিক্কুর মৃতদেহ উদ্ধার হন। এরপর ২৫ জুন মহিলাকে গ্রেফতার করা হয়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাউদনগরের (ঔরঙ্গাবাদ) সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) কুমার ঋষিরাজ বলেন, “২১ জুন উদ্ধার হওয়া মৃতদেহটিতে বাইরে থেকে আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত এবং মৃত পরিবারের সদস্যদের বক্তব্য থেকে জানা গিয়েছে যে বিক্কুকে হত্যা করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে মৃতের স্ত্রী প্রেমিকের সহায়তা নিয়ে ষড়যন্ত্র করে স্বামীকে হত্যা করে।”

তিনি আরও বলেন, “২৫ জুন ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি নিজের অপরাধ স্বীকার করেছিলেন। মহিলা এবং তার প্রেমিক মিলে হত্যার ষড়যন্ত্রের বাস্তবায়ন করেছিলেন ঘটায়।” পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মহিলার প্রেমিককে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করা হয়েছে।

কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের একটি খালে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপরেই পুলিশ জানতে পেরেছিল যে ওই ব্যক্তিকে তাঁর স্ত্রী হত্যা করেছে প্রেমিকের সঙ্গে মিলে। মাত্র এক মাস আগেই মেঘালয়ে মধুচন্দ্রিমা সারতে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করিয়েছিল স্ত্রী সোনম রঘুবংশী। এতে তাকে সাহায্য করেছিল  প্রেমিক রাজ কুশওয়াহ ও তার বন্ধুরা। এই ঘটনা যেন হানিমুন মিস্ট্রিকেই আবার মনে করিয়ে দিল। তারও আগে মেরঠের মুসকান রাস্তোগি প্রেমিক সাহিল শুক্লর সঙ্গে মিলে প্রথমে স্বামী সৌরভ রাজপুতকে নির্মমভাবে হত্যা করে, তারপর দেহটি ১৫ টুকরো করে সিমেন্টের ড্রামে রেখে দেয়। খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর, পুলিশ অভিযুক্ত মুসকান এবং তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করে। তাই পরকীয়ায় জড়িয়ে স্বামী বা স্ত্রীকে হত্যার একের পর এক ঘটনা নিঃসন্দেহে ভাবাচ্ছে যে আধুনিকতা,,উদার মনস্কতা কোনদিকে নিয়ে যাচ্ছে মানুষকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ