এই মুহূর্তে




কাকার সঙ্গে সম্পর্ক, বিয়ের ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন মহিলার




নিজস্ব প্রতিনিধি, পটনা: বিয়ের মাত্র ৪৫ দিন পেরোতে না পেরোতেই স্ত্রীর হাতে খুন হলেন যুবক। ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদ জেলায়। ২৫ বছর বয়সী এক যুবককে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ। এই ঘটনা আবার মনে করিয়ে দিল মেঘালয়ের হানিমুন মার্ডারকে।

পুলিশ সূত্রে খবর, নববিবাহিতা গুঞ্জা দেবী তার নিজের কাকা জীবন সিংয়ের সঙ্গে স্বামী প্রিয়াংশুকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করে। গুঞ্জার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার নিজের কাকার। এরপর সুপারি কিলার দিয়ে প্রিয়াংশুকে হত্যা করায় সে। পুলিশ ইতিমধ্যেই ২০ বছর বয়সী গুঞ্জা সিং এবং দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে। জীবন সিংকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

গুঞ্জার সঙ্গে সম্পর্ক ছিল জীবনের। দ্বিগুনের বেশী বয়স, কাকা-ভাইঝি সপর্ক কোনও বাঁধাই বাধ মানেনি। গুঞ্জা এবং জীবন  একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের মত ছিল না। খুব স্বাভাবিকভাবেই তাঁরা এই সম্পর্কে সিলমোহর দিতে রাজি ছিলেন না। মাস দেড়েক আগে গুঞ্জার পরিবার কার্যত জোর করেই নবীনগর থানার অন্তর্গত বারওয়ান গ্রামের বাসিন্দা প্রিয়াংশুর সঙ্গে মেয়ের বিয়ে দেন।

২৫ জুন, প্রিয়াংশু তার বোনের সাথে দেখা করে ট্রেনে বাড়ি ফিরছিলেন। নবীনগর স্টেশনে পৌঁছানোর সময় তিনি গুঞ্জাকে ফোন করে বলেন তাঁর ব্বাইক নিয়ে কাউকে পাঠাতে। সেই বাইকে করে নিজের বাড়ি ফিরতে চেয়েছিলেন প্রিয়াংশু। স্টেশন থেকে বাড়ি ফেরার পথে, দু’জন ব্যক্তি এসে তাঁকে গুলি করে হত্যা করে” জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) অমরীশ রাহুল বলেন।

খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় অভিযুক্তের সন্ধান। বিপদ বুঝে গুঞ্জা  গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে। এই প্রচেষ্টা প্রিয়াংশুর পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ জাগিয়ে তোলে।

পুলিশ জানিয়েছে যে তারা গুঞ্জার কল রেকর্ড পর্যালোচনা করেদেখেছে যে সে তার কাকার সঙ্গে ক্রমাগত ফোনে যোগাযোগ রাখছিল। কাকার কল রেকর্ডের বিবরণ থেকে জানা গিয়েছে যে জীবন সিং সুপারি কিলার ও বন্দুকধারীদের সঙ্গে ক্রমাগত কথা চালিয়ে যাচ্ছিল।

“হত্যার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছিল। প্রিয়াংশু এবং দেবীর বিয়ের ৪৫ দিন পরে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় গুঞ্জা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জীবন সিংকে খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে,”জানিয়েছেন এসপি।

মাত্র এক মাস আগেই মেঘালয়ে মধুচন্দ্রিমা সারতে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করিয়েছিল সোনম রঘুবংশী। এতে তাকে সাহায্য করেছিল সোনমের প্রেমিক রাজ কুশওয়াহ ও তার বন্ধুরা। এই ঘটনা যেন হানিমুন মিস্ট্রিকেই আবার মনে করিয়ে দিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পণের জন্য নরক হয়েছে জীবন, দেহে খুনিদের নাম লিখে আত্মহত্যা গৃহবধূর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ