এই মুহূর্তে




মৃত্যুর শংসাপত্র লিখতে ৪০ হাজার ঘুষ দাবি চিকি‍ৎসকের! প্রতিবাদে রাস্তায় বিজেপি বিধায়ক




নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বর্তমান সমাজে চিকি‍ৎসকরা যে গরিবদের কাছে আর ভগবান নয়, ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। মধ্যপ্রদেশের সাগর জেলায় এক সাপে কাটা রোগীর মৃত্যুর শংসাপত্র (ডেথ সার্টিফিকেট) লিখে দেওয়ার জন্য ৪০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল এক চিকি‍ৎসকের বিরুদ্ধে। আর ওই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত ‘পয়সাখোর’ চিকি‍ৎসককে সাসপেন্ড করার দাবিতে পথে নামলেন বিজেপির প্রবীণ বিধায়ক ব্রিজ বিহারী পটেরিয়া। স্থানীয় থানার সামনে ধর্না-অবস্থানও শুরু করেছিলেন। এমনকি বিধানসভার অধ্যক্ষের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফার কথা জানিয়ে পত্রও পাঠিয়েছিলেন। পরে অবশ্য দলের শীর্ষ নেতাদের কাছ থেকে আশ্বাস পেয়ে ইস্তফা ফেরান তিনি। তবে ইস্তফা ফেরালেও বিজেপি বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘পয়সাখোর’ চিকি‍ৎসকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের বড়সড় আন্দোলনে নামবেন।

কী ঘটেছে? মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে সাপের কামড়ে মারা যাওয়া পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু ওই ক্ষতিপূরণ পেতে শংসাপত্রে মৃত্যুর কারণ হিসাবে সাপে কাটার কথা উল্লেখ থাকতে হবে। কয়েক দিন আগে দেওরির এক ৭০ বছরের বৃদ্ধকে সাপে কামড়ায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে যে সাপটি বৃদ্ধকে কামড়েছিল, সেই সাপটিকে মেরেও প্রমাণ স্বরূপ চিকি‍ৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু চিকি‍ৎসকের বিরুদ্ধে অভিযোগ সাপের কামড়ে বৃদ্ধের মারা যাওয়ার কথা মৃত্যুর শংসাপত্রে উল্লেখ করার জন্য ৪০ হাজার টাকা ঘুষ চান। ‘দিন আনি, দিন খাই’ গোছের পরিবারটির তরফে হাত জোড় করে চিকি‍ৎসককে ঘুষের টাকার অঙ্ক কমানোর অনুরোধ জানানো হয়। ক্ষতিপূরণের চার লক্ষ টাকা পেতে ১০ হাজার টাকা ঘুষ দিতেও রাজি হন পরিবারের সদস্যরা। কিন্তু ‘চশমখোর’ চিকি‍ৎসক এক টাকা কমাতে রাজি হননি। শেষ পর্যন্ত মৃতের পরিবারের তরফে গোটা ঘটনাটি দেওরির বিজেপি বিধায়ক ব্রিজ বিহারী পটেরিয়ার গোচরে আনা হয়। বিষয়টি জানতে পারার পরেই ক্ষুব্ধ হন তিনি। স্থানীয় থানার আধিকারিকদের বিষয়টি নিয়ে তদন্ত করে অভিযুক্ত চিকি‍ৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কিন্তু স্থানীয় থানার আধিকারিকরা কোনও কর্ণপাত না করায় মৃতের পরিবারকে ‘সুবিচার’ পাইয়ে দিতে পথে নামেন দেবরির বিজেপি বিধায়ক। থানার সামনেই অবস্থান-বিক্ষোভে বসেন। যা কার্যত নজিরবিহীন। যদিও অভিযুক্ত চিকি‍ৎসক এবং স্থানীয় থানার আধিকারিকরা বিজেপি বিধায়কের অভিযোগ নিয়ে মুখ খোলেননি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আবারও আইনি বিপাকে কঙ্গনা, নোটিশ ধরাল আগ্রা আদালত, এবার তাঁর দোষ কী?

‘বিয়ের রাতে বিছানায় দিতে হয় আগুন’, ভুয়ো রীতির কথা বলে ১১ লাখ টাকা নিয়ে চম্পট কনে

রিল বানাতে রেললাইনে থার চালানোর চেষ্টা, পুলিশ আসতেই বেরিয়ে গেল মদ্যপ যুবকের বাহাদুরি

অপারেশন করিয়ে ওজন কমানোর চেষ্টা, অকালে চলে গেলেন দুই সন্তানের মা

এসডিএম-এর গাড়ির বনেটে যুবতীর অশ্লীল নাচ, ফের বিতর্কের মুখে প্রশাসন

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর