এই মুহূর্তে




‘অনুমতি দিলেই পালিয়ে যাবে’, শিনা বোরা হত্যাকারির বিদেশ ভ্রমণের আবেদন খারিজ




নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বম্বে হাইকোর্ট শিনা বোরা হত্যার দায়ে মূল অভিযুক্ত তথা প্রাক্তন মিডিয়া এক্সিকিউটিভ ইন্দ্রানী মুখোপাধ্যায়ের বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া এক বিশেষ আদালতের আদেশ খারিজ করেছে। বিচার পতি শ্যাম চন্দকের একক বেঞ্চ বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে সিবিআই-এর একটি পিটিশনের ভিত্তিতে জানিয়েছে, ইন্দ্রানী মুখোপাধ্যায় গুরুতর অপরাধ করেছেন এবং তিনি সাংঘাতিক একজন অপরাধী। তাই যেহেতু তিনি এখন বিচারের আওতা ধীন, তাই তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তিনি পালিয়ে যেতে পারেন। তাই ইন্দ্রানী মুখোপাধ্যায়ের বিদেশে যাওয়ার অনুমতি বাতিল করেছেন বোম্বে হাইকোর্ট। তাই বিদেশ আদালতের দেওয়া অবাঞ্ছিত আদেশটি বাতিল করেছে বোম্বে হাইকোর্ট।

একটি বিশেষ CBI আদালত গত ১৯ জুলাই মুখোপাধ্যায়কে দশ দিনের জন্যে ইউরোপ ভ্রমণের অনুমতি দিয়েছিল। তবে বিদেশ ভ্রমন করতে চেয়েছিলেন কেন ইন্দ্রাণী? আসলে প্রাক্তন স্বামী পিটার মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে কিছু ব্যাঙ্কিং নথি এবং আনুষঙ্গিক কাজ পরিবর্তনের জন্যে ইউরোপে যাওয়ার অনুমতি চেয়েছিলেন ইন্দ্রানী মুখোপাধ্যায়। কিন্তু বোম্বে হাইকোর্ট সেই আদেশ বাতিল করে বলেছে, ইন্দ্রানীকে সেই কাজ দেশে থেকেই করতে হবে। প্রয়োজনে সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ তাঁকে সাহায্য করবে। তাই বিশেষ আদালতের রায় যুক্তিসঙ্গত না থাকার কারণে বোম্বে হাইকোর্ট বাতিল করেছে। যদিও বিশেষ আদালত কিছু শর্তের ভিত্তিতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছিল।এমনকী আদালত তাঁকে ২ লক্ষ টাকা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছিল। শিনা বোরা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর ২০১৫ সালের অগস্ট মাসে ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। সুপ্রিম কোর্টের জামিনে ২০২২ সালের মে মাসে জেল থেকে বেরিয়ে আসেন।

শিনা বোরা হত্যাকাণ্ড কী?

২০১৫ সাল। গোটা দেশকে চমকে দিয়েছিল এক বেসরকারি সংস্থার কর্ণধারের গ্রেফতারি কাণ্ড। অভিযোগ ছিল, তিনি তাঁর মেয়েকেই নাকি হত্যা করেছেন। যার শিনা বোরা (Sheena bora murder case)। নামটা কম-বেশি সবার শোনা! যিনি সম্পর্কে ছিলেন ইন্দ্রানীর বোন। হ্যাঁ, আগে সেটাই সবাই জানতেন। কিন্তু পরে শোনা যায়, ইন্দ্রানী ও তাঁর প্রথম স্বামী সিদ্ধার্থ দাসের সন্তান সে। ২০০২ সালে দ্বিতীয় স্বামী সঞ্জীবের সঙ্গে সম্পর্ক ছেদ করে পিটার মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন ইন্দ্রানী। আর তৃতীয় স্বামীর কাছে মেয়েকে বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন ইন্দ্রানী। পরে শোনা গিয়েছিল, পিটারের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল শিনার।

তবে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না ২০১২ থেকে, বিষয়টি নিশ্চিত করেছিলেন পিটারের ছেলে। বলেন, তাঁর ফোনে শিনার শেষ ম্যাসেজ হল বিচ্ছেদের ম্যাসেজ। সেই সময়, মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে ইন্দ্রানী বলেছিলেন, তাঁর মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে। পরে ইন্দ্রানীর প্রাক্তন স্বামী সঞ্জীব এবং বর্তমান স্বামী পিটার স্বীকার করেছিলেন যে, শ্যামবর পিন্টুরাম রাই নামে তাঁদের গাড়ির চালক শিনাকে অপহরণ করে হত্যা করেন এবং পরে প্রমাণ লোপাটের জন্যে শিনাকে পুড়িয়ে দেন। ইন্দ্রানী মুখোপাধ্যায় প্রথম বিচ্ছেদের পর সন্তানদের বাবা-মার কাছে গুয়াহাটিতে রেখে কলকাতায় চলে যান। পরে শিনা ও তাঁর ভাই মামা-মামির কাছে বেড়ে উঠেছেন। এরপর সঞ্জীব খান্নাকে বিয়ে করেন ইন্দ্রানী, তাঁদের ঘরেও একটি মেয়ে রয়েছে বিদ্যা। সেই সম্পর্ক ২০০২ সালে ভেঙে মুম্বই চলে যান ইন্দ্রাণী আর সেখানে পিটারকে বিয়ে করেন তিনি। এরপর যখন শিনা তাঁর মায়ের সম্পর্কে সব জানতে পারেন, তখন সে মুম্বই যায় আর সেখানে MBA শেষ করেন।আর তৃতীয় স্বামীর কাছে শিনাকে বোন হিসেবে পরিচয় দেন ইন্দ্রাণী, এরপর শিনা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে চাকরি নেন। কিন্তু আচমকাই তাঁর দীর্ঘদিন অফিসে না আসার দরুন খোঁজ শুরু হয় শিনার।

তবে তাঁর হত্যার বিষয়টি প্রকাশ্যে এসেছিল ২০১৫ সালে ভিন্ন একটি মামলায় ইন্দ্রাণীর গাড়ির চালক শ্যাম রাইয়ের গ্রেপ্তারির পরে। সে বছরেই শ্যাম রাইয়ের স্বীকারোক্তিতে আগস্ট মাসে ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে শিনা বোরার খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সঙ্গে গ্রেফতার হয়েছিলেন ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব ও বর্তমান স্বামী পিটার। ২০১৯ সালে পিটার-ইন্দ্রাণীর ডিভোর্স হয়। ২০২০ সালে পিটার জামিন পান। আর ছয় বছর আন্ডার ট্রায়ালে থাকার পর জামিনে মুক্তি পান ইন্দ্রাণী জামিন, ২০২২ সালে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজে সন্দেহজনক অবস্থায় মিলল ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ

Chennai Air Show Tragedy: বায়ু সেনার প্রদর্শনী দেখতে গিয়ে শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু , অসুস্থ ২০০- র বেশি

সর্বনাশ! শবরীমালার প্রসাদে মিলল উচ্চ মাত্রার পোকামাকড় মারার বিষ

বিজেপির হয়ে প্রচারে রাজি কেজরিওয়াল, তবে শর্ত দিলেন মোদিকে

পুজোর মুখেই ভোপাল থেকে উদ্ধার ১৮০০ কোটির মাদক

রামের ভূমিকায় অভিনয় করতে গিয়ে হার্ট অ্যাটাক, তৎক্ষণাৎ মৃত্যু অভিনেতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর