এই মুহূর্তে




বেপরোয়া গাড়ি চালনায় মৃত্যু হলে মিলবে না ক্ষতিপূরণ, রায় সুপ্রিম কোর্টের




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বেপরোয়া গাড়ি চালনায় মৃত্যু হলে পাওয়া যাবে না ক্ষতিপূরণ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে বীমা কোম্পানিগুলি স্বস্তিত নিঃশ্বাস ফেলেছে। এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত যে বেপরোয়া গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটলে বীমা কোম্পানিগুলি মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। একটি মামলার শুনানিতে এই রায় দান করেছে আদালত।

দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় এক ব্যক্তি মামা গিয়েছিলেন। তারপর বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে তাঁর পরিবার। বীমা কোম্পানি ক্ষতিপূরণে রাজি না হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন তাঁরা। মৃত ব্যক্তির স্ত্রী, পুত্র এবং বাবা-মা আদালতে জানায় ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের। এই দাবিকে নস্যাত করে দিয়ে ক্ষতিপূরণে অস্বীকৃতি জানিয়েছে বিচারপতি পিএস নরসিমা এবং আর মহাদেবনের বেঞ্চ।

২০২৪ সালের ২৩ নভেম্বর কর্ণাটক হাইকোর্টও একই নির্দেশ দিয়েছিল। সেই আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে শীর্ষ আদালত। কর্নাটক আদালত সেই সময় মৃতের আইনি উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দাবি করে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছিল।

বুধবার জারি করা এক আদেশে বেঞ্চ জানিয়েছে, “আমরা হাইকোর্টের দেওয়া রায়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নই। তাই, ক্ষতিপূরণের আবেদন খারিজ করা হল।” দুর্ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের ১৮ জুন। সেই সময়  এন এস রবিশা নামে এক ব্যক্তি মল্লাসান্দ্রা গ্রাম থেকে আরাসিকেরে শহরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাঁর বাবা, বোন এবং তাঁদের সন্তানরাও সেই গাড়িতে ছিলেন।

রবিশা ট্রাফিক নিয়ম না মেনে গাড়িটি অত্যন্ত জোরে বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। ফলে একসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় রবিশা মারাত্মক আহত হন। পরে তিনি মারা যান।

হাইকোর্ট বলেছে যে “দুর্ঘটনাটি মৃত ব্যক্তির নিজের বেপরোয়া এবং অবহেলামূলক গাড়ি চালানোর কারণে ঘটেছে। তিনি নিজেই অপরাধী ছিলেন, তাই আইনগত উত্তরাধিকারীরা তাঁর মৃত্যুর জন্য কোনও ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ