এই মুহূর্তে




সাঙ্ঘাতিক কাণ্ড! শ্রীশৈলম ‘লাড্ডু’ প্রসাদে পাওয়া গেল আরশোলা, আতঙ্ক ছড়াল ভক্তমহলে




নিজস্ব প্রতিনিধি: পশুর চর্বি দিয়ে তৈরি ঘি দিয়ে বানানো হচ্ছে তিরুপতির নৈবেদ্য লাড্ডু, গতবছর এই নিয়ে সরগরম ছিল গোটা দেশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনীতি মহলেও তোলপাড় পড়ে গিয়েছিল। ভারতের অন্যতম বিখ্যাত দৈবিক জায়গা অন্ধ্রপ্রদেশের তিরুপতি তিরূমালা মন্দির। বছরভর এই মন্দিরে ভক্তের ভিড় লেগেই থাকে। কিন্তু আচমকাই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিরুপতির নৈবেদ্য লাড্ডুর মধ্যে পশুর চর্বির বিষয়টি আবিষ্কার করেন। এবং পরীক্ষাগারে তা প্রমাণিতও হয়। এরপরেই ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তিরুপতিকে এতদিন পশুর চর্বি মেশানো লাড্ডু নৈবেদ্য দেওয়া হচ্ছিল, যার ফলে হিন্দু ভাবাবেগেও আঘাত লাগে। যাই হোক, এই ঘটনার রেশ কেটে গিয়েছে অনেকদিন। কিন্তু তাতেও বিতর্ক যেন থামছে না। এবার নজরে অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় শ্রীশৈলম দেবস্থানম। যেখানে দেবতার লাড্ডু প্রসাদের মধ্যে মৃত আরশোলা পাওয়া গিয়েছে। যা মন্দিরের ভক্তদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ২৯ জুন। এবং বিষয়টি সামনে আনেন শরৎচন্দ্র নামে এক ভক্ত।

 

যিনি লাড্ডুতে একটি মৃত আরশোলা লুকিয়ে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একটি প্রতিবেদন অনুসারে, সরশচন্দ্র, যিনি মন্দিরে পুজো দেওয়ার জন্যে সবেমাত্র লাড্ডু কিনেছিলেন। পুজো দেওয়ার পর তিনি যখন এটি খেতে যাচ্ছিলেন তখনই তিনি ভিতরে মৃত আরশোলাটি দেখতে পান। এই ঘটনাটি অঞ্চলের সবচেয়ে দর্শনীয় মন্দিরগুলির মধ্যে একটিতে স্বাস্থ্যবিধি মান নিয়ে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। আশ্চর্যজনক বিষয় হল, যখন ভক্তরা মন্দিরের কর্মীদের তেলাপোকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, তখন কর্মকর্তারা তাঁকে কোনও ব্যাখ্যা দেওয়ার বদলে তাঁর হাত থেকে লাড্ডু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি অন্যান্য ভক্তদেরও হতবাক করেছে। তবে আরও খারাপ হয়ে ওঠে, মন্দিরের আশেপাশের লোকেরা তাঁকে লাড্ডুর রেকর্ড করা ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে বাধ্য করেন। এরপরেই মন্দিরের নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে খাবার তৈরিতে অবহেলার অভিযোগ করেন ভক্ত।

চিঠিতে বলেন, “২৯ জুন, আমি শ্রীশৈলম দেবস্থানম পরিদর্শন করেছি। কিন্তু লাড্ডু ‘প্রসাদম’-এ একটি পোকামাকড় দেখতে পাই। যেটি ছিল মৃত আরশোলা। দেবস্থানম কর্মীরা প্রসাদ তৈরিতে অবহেলা করছেন। দয়া করে বিষয়টি নিয়ে পদক্ষেপে নিন।” তবে মন্দির কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। জবাবে, নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস রাও জানিয়েছেন, “মন্দিরের লাড্ডুগুলি প্রস্তুতি কেন্দ্রের কর্মীদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তৈরি করা হয়। এতে তেলাপোকা পাওয়া যাওয়ার কোনও সম্ভাবনা নেই।” তবে এই ঘটনাটি লাড্ডু প্রসাদের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছে!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ