এই মুহূর্তে




রাহুলই মুখ, বিহারে ৫ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করবে কংগ্রেস




নিজস্ব প্রতিনিধি, পটনা: চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বিহারে। শুক্রবার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার বিহারের বর্তমান সরকার এবং অন্যান্য দলের নেতাদের কটাক্ষ করে কংগ্রেসের নয়া কর্মসূচীর ঘোষণা করেন। তিনি ঘোষণা করেছেন যে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের ৫ লক্ষ মহিলাকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করবে। এই স্যানিটারি প্যাডের কভারে (বাক্সে) থাকবে রাহুল গান্ধির ছবি।

স্যানিটারি প্যাডের প্যাকেটের গায়ে লেখা থাকবে- ‘মাই বহেন মান যোজনা- অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস’। পাশাপাশি অভাবী মহিলাদের জন্য প্রতি মাসে সম্মানী দেওয়া হবে ২৫০০ টাকা। রাজেশ কুমার আরও বলেন, “বিহারের প্রেক্ষাপটে আমরা মহিলাদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছি। রাজ্যের মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ করা হবে। আমরা এর জন্য প্রচার চালাচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ৫ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করা। মহিলা কংগ্রেস মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে।”

 

আচমকা নির্বাচনের আগে যেন কপাল খুলে গিয়েছে বিহারবাসীর। কিছুদিন আগে সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বিরাট বৃদ্ধির ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংশোধিত প্রকল্পের আওতায়, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে ১১০০ টাকা পাবেন। আগে এই পেনশনের পরিমাণ ছিল ৪০০ টাকা।

নীতীশ কুমার X হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে লিখেছিলেন, “বর্ধিত পেনশনের পরিমাণ জুলাই মাস থেকে বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জনেরও বেশি সুবিধাভোগী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।”

সরকার একথা স্পষ্টভাবে জানিয়েছিল, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশন সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পে বয়স্ক নাগরিক, বিশেষ ভাবে সক্ষম, বিধবা এবং বিহারের সমাজকল্যাণ ছত্রছায়ায় থাকা অন্যান্য যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

অবিশ্বাস্য! মাত্র ২৪ ঘণ্টাতেই আইটিআর রিফান্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

বিএড ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তাল ভুবনেশ্বর, চলল কাঁদানে গ্যাস-জল কামান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ