এই মুহূর্তে




কন্নড় সিনেমার সেটে ৩০ ফুট থেকে পড়ে মৃত্যু ক্রু সদস্যের, পরিচালকের বিরুদ্ধে মামলা




নিজস্ব প্রতিনিধি: হেমা কমিশন গঠন হওয়ার পর থেকেই কন্নড় এবং মালয়ালাম ইন্ডাস্ট্রি জুড়ে ধুন্ধুমার। METoo প্রতিবাদে মুখ খুলেছেন মালয়ালম ও কন্নড় ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীরা। একাধিক নায়কদের বিরুদ্ধে এনেছেন যৌন নির্যাতনের অভিযোগ। এই নিয়ে এখন ধুন্ধুমার পরিস্থিতি দুই ইন্ডাস্ট্রিতে। যেখানে ইন্ডাস্ট্রির একাধিক তাবড় তাবড় অভিনেতারা দোষী সাব্যস্ত হয়েছেন। যাই হোক, এর মধ্যেই কন্নড় ইন্ডাস্ট্রিতে খারাপ খবর। সম্প্রতি একটি কন্নড় সিনেমার সেটে সিড়ি থেকে ৩০ ফুট নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে একজন ক্রু সদস্যের।

যদিও কন্নড় ইন্ডাস্ট্রিতে এই ঘটনা নতুন নয়, এর আগেও স্টান্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন একাধিক স্টান্টম্যান। এবার মৃত্যু হল ৩০ বছর বয়সী ক্রু সদস্য মোহন কুমারের। সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর কর্ণাটকে ‘মানাদা কাদালু’ ছবির সেটে ‘লাইট বয়’ হিসেবে কাজ করছিলেন নিহত ক্রু সদস্য। ৩০ ফুট নীচে পড়ে যাওয়ার কারণে মোহন কুমার গুরুতর আহত হন এরপর তাকে বেঙ্গালুরুর গোরাগুন্টেপালিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল বৃহস্পতিবার মারা গিয়েছেন ক্রু সদস্য। তাঁর মৃত্যুর কারণে কাঠগড়ায় উঠেছেন ছবির পরিচালক যোগরাজ ভাট এবং সুরেশ।

তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে অবহেলা।নিহতের বাড়ি তুমাকুরু জেলার কোরাতাগেরে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর উত্তর উপকণ্ঠে অবস্থিত ভিআরএল এরেনায়। কুমার তার ভাইয়ের somber বেঙ্গালুরুর একটি পাড়ায় থাকতেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রু সদস্য হিসেবে কাজ করতেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভুলবশতঃ মেইতি এলাকায় ঢুকে পড়ায় কুকি ব্যক্তিকে পিটিয়ে খুন

LIVE

LIVE: ‘চিকিৎসকদের কাছে আসছে হুমকি’, আদালতে জানালেন আইনজীবী

ধর্মের ভেদাভেদ ভুলে বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথম গণেশ পুজো সোনাক্ষীর

 ফের লখনউ, মোমো খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা

সেনাবাহিনীর বড় সাফল্য, জম্মু- কাশ্মীরে খতম ২ জঙ্গি

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ‘মুসলিম, রোহিঙ্গা প্রবেশ নিষিদ্ধ’ সাইনবোর্ড নিয়ে বিতর্ক

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ