এই মুহূর্তে




মুসলিম তরুণী চিকি‍ৎসকের হিজাব টেনে খুললেন নীতীশ, ‘নব্য’ দুর্যোধনের বিরুদ্ধে গর্জে উঠলেন দঙ্গল কন্যা

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে পটনার সরকারি অনুষ্ঠানের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একজন মুসলিম তরুণী চিকিৎসকের বোরখা টেনে খুলে দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যে ভিডিওটি এখন নেটপাড়ায় ঝড় তুলেছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আচরণে ক্ষুব্ধ নেটপাড়া। বিষয়টি ভাল লাগেনি ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিমের। তিনিও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন। ঘটনাটি ঠিক কী হয়েছিল? আসলে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ চিকি‍ৎসকদের হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। আনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। সবই ঠিকঠাক ছিল। কিন্তু এক মুসলিম মহিলা তরুণী চিকি‍ৎসককে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকোতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকাই ওই তরুণী চিকি‍ৎসকের হিজাবের দিকে ইঙ্গিত করেন তিনি। তার পরে সবাইকে চমকে দিয়ে তরুণীর হিজাব টেনে খুলে দেন তিনি। তরুণী থেকে শুরু করে সবাই অপ্রস্তুত অবস্থায় পড়েন।

 

তবে মুসলিমদের ধর্মাচারণে আঘাত করেও নির্লজ্জের মতো দাঁত বের করে হাসতে থাকেন নীতীশ ও তাঁর পাশে থাকা দুই আধিকারিক। আর মুখ্যমন্ত্রীর এই কুকীর্তির ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই নীতীশের তুলোধনা শুরু করেন নেটিজেনরা। প্রাক্তন বলিউড অভিনেত্রী জায়রাও বিহারের মুখ্যমন্ত্রীর এই আচরণ দেখে অবাক হয়ে যান। তিনি বিরক্তি প্রকাশ করে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘একজন মহিলার মর্যাদা এবং শালীনতা নিয়ে খেলা করা উচিত নয়। সর্বোপরি, জনসাধারণের মঞ্চে।’ এরপর তিনি বিহারের মুখ্যমন্ত্রীর ‘নিঃশর্ত ক্ষমা চাওয়ার’ দাবি করে বলেন, “একজন মুসলিম মহিলা হয়ে, অন্য একজন মহিলার হিজাব ধরে টানাটানিকে একদম বরদাস্ত করব না। তিনি যে হোন না কেন! ক্ষমতা কখনই সীমা লঙ্ঘনের অনুমতি দেয় না। নীতীশ কুমারের অবিলম্বে সেই মহিলার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। একজন নারীর মর্যাদা এবং শালীনতা নিয়ে খেলা করা উচিত নয়। তাও আবার জনসমক্ষে মঞ্চে।”

 

জায়রার পোস্টটি দ্রুতই নেটপাড়ায় প্রশংসিত হয়েছে এবং সবাই অভিনেত্রীকে সমর্থন করেছেন। নীতীশের ওই কুকীর্তির ভিডিও কংগ্রেসের তরফে ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, ‘বিহারে প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি প্রকাশ্যে এমন জঘন্য কাজ করেছেন। একবার ভাবুন তো, রাজ্যে মহিলারা কতটা নিরাপদ থাকবেন?’ নীতীশের পদত্যাগের দাবি জানিয়ে লেখা হয়েছে, ‘এই লজ্জাজনক আচরণের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই জঘন্য কাজ ক্ষমার অযোগ্য।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বদলা! ভারতীয় বিমানের জন্য ২৪ জানুয়ারি পর্যন্ত আকাশপথ বন্ধ করল পাকিস্তান

সমাজমাধ্যমে ভাইরাল কার্তিক আরিয়ানের নায়িকা শ্রীলীলার স্নানাগারের ‘সেলফি’, কি বললেন দক্ষিণী অভিনেত্রী?

স্কুলে কন্ডোম নিয়ে গিয়ে শিক্ষকদের বকুনি, বাড়িতে মায়ের কাছে থাপ্পড়, অভিমানে যা করল ১১ বছরের শিশু

‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

মেসিকে কত কোটির ঘড়ি উপহার দিলেন মুকেশ পুত্র? শুনলে ভিরমি খাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ