এই মুহূর্তে




অতীত থেকে শিক্ষা, উল্টোরথে পুরীতে বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা




নিজস্ব প্রতিনিধি, পুরী: আবার সাজো সাজো পুরী। শনিবার হিন্দু পঞ্জিকা মতে অনুষ্ঠিত হবে উল্টোরথ। শনিবার ওড়িশার নীলাচলে ভগবান জগন্নাথের ‘বহুড়া যাত্রা’ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্টো রথের মাধ্যমে শেষ হবে চলতি বছরের রথযাত্রা। উল্টোরথে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির শহরে রাজ্য পুলিশের মোট ৬,০০০ আধিকারিক এবং সিএপিএফের ৮০০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৯শে জুন রথোৎসবের মধ্যেই গুন্ডিচা মন্দিরের কাছে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। তাই আগেভাগেই এবার সতর্ক হয়েছে প্রশাসন।

একজন আধিকারিক জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ‘বহুড়া যাত্রা’-তে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রেকর্ড করা হবে বলে আশা করে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন, ভিড়ের উপর নজর রাখার জন্য ২৭৫টিরও বেশি এআই-সক্ষম সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ডিজিপি ওয়াই বি খুরানিয়ার নেতৃত্বে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ‘বহুড়া যাত্রা’ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমুদ্রতীরবর্তী শহরে ক্যাম্প করছেন। এই সময় ত্রিমূর্তি – ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথ – তাদের মাসির বাড়ি হিসেবে বিবেচিত গুণ্ডিচা মন্দিরে এক সপ্তাহ কাটানোর পর দ্বাদশ শতাব্দীর প্রাচীন মন্দিরে রথে চড়ে ফিরে আসবেন।

সাংবাদিক সম্মেলনে খুরানিয়া বলেন, “রথোত্সব সুষ্ঠুভাবে শেষ করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) দেওয়া তথ্য অনুসারে, শনিবার দুপুর ১২ টায় জগন্নাথ-বলরাম-সুভদ্রার ‘পাহান্ডি’ বা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পুরীর ‘রাজা’ গজপতি মহারাজা দিব্যসিংহ দেব দুপুর ২.৩০ থেকে ৩.৩০ এর মধ্যে ‘ছেড়া পাহানরা’ নামে পরিচিত রথের আনুষ্ঠানিক ঝাড়ু দেবেন। রথ টানার অনুষ্ঠান বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

অবিশ্বাস্য! মাত্র ২৪ ঘণ্টাতেই আইটিআর রিফান্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ