এই মুহূর্তে




বিক্রান্ত ম্যাসির সঙ্গে অভিনয়ের প্রলোভন, ফাঁদে পা দিয়ে ৪ কোটি খোয়ালেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে




নিজস্ব প্রতিনিধি: ৪ কোটি টাকা প্রতারিত হয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের মেয়ে অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক আরুশি নিশঙ্ক। বলিউডের দুই চলচ্চিত্র প্রযোজক মানসী বরুণ বাগলা এবং বরুণ প্রমোদ কুমার বাগলার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ৪ কোটি টাকা প্রতারণা-সহ মানসিক হয়রানি, মৃত্যু হুমকির মতো একাধিক অভিযোগ এনেছেন আরুশী নিশঙ্ক। ইতিমধ্যেই তিনি দেরাদুনের কোতোয়ালি থানায় প্রযোজকদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে তিনি জালিয়াতির শিকার হলেন কী করে? জানা গিয়েছে, বলিউডের কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন আরুশী এবং অভিনয়ও করেছেন। আরুশীর অভিযোগ, অভিযুক্ত দুই প্রযোজক তাঁকে প্রতারণা করেছেন এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। দুই প্রযোজকই আরুশীর বাড়িতে গিয়ে নিজেদেরকে ফিল্মস প্রোডাকশন লিমিটেডের পরিচালক হিসেবে পরিচয় দিয়েছিলেন।

প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ নামে একটি ছবি তৈরি করছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শানায়া কাপুর এবং বিক্রান্ত ম্যাসি। এমন পরিস্থিতিতে তাঁদের আরেকজন নায়িকার প্রয়োজন। আরুশীর দাবি, প্রযোজকরা তাঁকে বলেছিলেন, যদি তিনি ছবিতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ছবিতে আরেকজন নায়িকার ভূমিকায় অভিনয় করতে পারবেন। শুধু তাই নয়, তিনি ছবির মোট লাভের ২০ শতাংশও ভাগ পাবেন। এমনকী তাঁর যদি ভূমিকাটি পছন্দও না হয়, তাহলে তাঁর প্রদত্ত সম্পূর্ণ অর্থ ১৫ শতাংশ সুদ সহ ফেরত পাবেন। এরপর আরুশী প্রযোজকদের ফাঁদে পা দেন।

২০২৪-সালের ৯ অক্টোবর একটি সমঝোতা চুক্তিতে সাইন করেন। হয়। পরের দিনই আরুশীর কাছ থেকে ২ কোটি টাকা নেওয়া হয়। এরপর বিভিন্ন চাপ এবং নতুন অজুহাতে আরুশীর থেকে মোট ৪ কোটি টাকা আদায় করেন। কিন্তু এত কিছুর পরেও আরুশী ছবিতে কোনও ভূমিকা পাননি। এমনকী টাকাও ফেরত পাননি। প্রযোজকরা তাঁকে প্রচারও করেননি, চিত্রনাট্যও চূড়ান্ত করেননি এবং তাকে না জানিয়েই চলচ্চিত্র থেকেও সরিয়ে দেন।তাঁর জায়গায় অন্য একজন অভিনেত্রীকে নেওয়া হয়। এরপর যখন তিনি তার টাকা ফেরত চান, তখন তাকে এবং তার পরিবারকে হত্যা, মানহানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়। এরপরেই আরুশী উভয় প্রযোজকের বিরুদ্ধে প্রতারণা, মানসিক হয়রানি, হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করেছেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নম্বর বাড়িয়ে দেওয়ার টোপে ছাত্রীদের ধর্ষণ, ৭২ ঘন্টা বাদে পুলিশি জালে হাথরসের অধ্যাপক

সিবিআই অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধাকে ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট, অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ কোটি

বিশ্বের সবচেয়ে দামি কুকুর! ৫০ কোটি দিয়ে কিনেছেন বেঙ্গালুরুর বাসিন্দা

‘রক্ত-ঘাম ঝরিয়েও তাঁদের চোখে আমি অকর্মা…’, বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অমল মালিক

ছত্তিশগড়ে জোড়া এনকাউন্টারে খতম ৩০ মাওবাদী, শহিদ এক ১ পুলিশ কর্মী

মোদি সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিল ইলন মাস্কের ‘এক্স’, সঙ্ঘাতের কারণ কী?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর