32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:19 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধাক্কার পর ধাক্কা।
প্রথম ধাক্কা দিয়েছিল হিন্ডেনবার্গের রিপোর্ট। সেই ধাক্কা সামলে উঠতে না না উঠতে সোমবার ধাক্কা দিল দালাল স্ট্রিট। এবার ধাক্কা ব্লুমবার্গের। তারা জানিয়েছে, বিশ্বের ১০জন ধনীর তালিকায় নাম নেই শিল্পপতি আদানির। তালিকায় নাম রয়েছে একাদশে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, সোমবার শেয়ারবাজারর থেকে একদিনে লক্ষ-কোটি টাকা গায়েব হওয়ার কারণে শিল্পপতি আদানির নাম সেরা ১০ ধনীর তালিকা থেকে কাটা পড়েছে। আদানি রয়েছে তাঁর প্রতিদ্বন্দ্বী মুকেশ অম্বানির পরে।
ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, গত তিনদিনে শিল্পপতি আদানির শেয়ারবাজার থেকে গায়েব হয়েছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। একসময় যাদের পিছনে ফেলে সেরা দশ ধনীর তালিকায় নাম তুলতে পেরেছিলেন শিল্পপতি, তালিকায় এখন তাদের রাজত্ব চলছে। এই শিল্পপতি অন্যতম মোদি ঘনিষ্ঠ শিল্পপতি বলেই পরিচিত।
এদিকে, এদিনও শেয়ারবাজারে ছিল মন্দা। বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ে যায় শেয়ারসূচক। বাজার খোলার সময় সূচক ৪৬.২২ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৫৯৪৫১ পয়েন্টে। অন্যদিকে, নিফটির-৫০-য়ের সূচক ৩. ৩পয়েন্ট কমে দাঁড়ায় ১৭৬৪৩ পয়েন্টে (বেলা পৌনে একটায়)। তুলনামূলকভাবে নিফটি ব্যাঙ্কের শেয়ার কিছুটা হলেও ছিল উর্ধ্বমুখী। প্রায় ২৪২ পয়েন্টে বেড়ে সূচক দাঁডায় ৪০৬৪৬-য়ে। উর্ধ্বমুখী ছিল নিফটি মিডক্যাপ শেয়ার সূচক। বেলা পৌনে একটার সময় সূচক ৪১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩০৫৯৮ পয়েন্টে। শেয়ার সূচকের পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছে, বাজেটের দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা
আরও পড়ুন শেয়ার বাজারেও ঝটকা, আদানির ক্ষতি লক্ষ-কোটি