এই মুহূর্তে




দলীয় কার্যালয়ে মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা, বিতর্ক এড়াতে বিজেপি সভাপতিকে বহিষ্কার




নিজস্ব প্রতিনিধি: দলীয় কার্যালয়ের মহিলার সঙ্গে খারাপ ব্যবহার! ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বিজেপি সভাপতিকে দল থেকে বহিষ্কার করল BJP। জানা গিয়েছে, দলীয় কার্যালয়ের মধ্যেই একজন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে গোন্ডা জেলার বিজেপি সভাপতি অমর কিশোর কাশ্যপকে। সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক আলোড়নের পড়ে যায়। বিষয়টি নিয়ে জবাব চাইতে অমর কিশোর কাশ্যপকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সময়মতো উত্তর না পাওয়ার পর অবশেষে কাশ্যপের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিল দল। জানা গিয়েছে, উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর নির্দেশে অমর কিশোর কাশ্যপের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ্য সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা অমর কিশোর কাশ্যপকে বহিষ্কার সম্পর্কিত চিঠি ধরিয়েছেন। দলের তরফে জারি করা বহিষ্কারের চিঠিতে লেখা আছে, ‘রাজ্য দফতরে ভিডিও সম্পর্কিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু আপনার পাঠানো ব্যাখ্যা সন্তোষজনক নয়। আপনার কাজটি চরম শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়ে। অতএব, অনেক আলোচনার পর, রাজ্য সভাপতির নির্দেশে, আপনাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হল।’ উল্লেখ্য, গত ১২ মে সোশ্যাল মিডিয়ায় অমর কিশোর কাশ্যপ ওরফে বাম্বামের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে তাঁকে দলীয় কার্যালয়ের ভিতরেই একজন মহিলা কর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। যা দলীয় কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আলোচনার বিষয় হয়ে ওঠে বিজেপি নেতার কর্মকাণ্ড।

বিরোধীরা একেবারে ছেকে ধরেন। অবশেষে বেকায়দায় পড়ে দল থেকে বহিষ্কার করল সভাপতিকে। তবে ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে, অমর কিশোর কাশ্যপ যুক্তি দেখিয়েছেন যে, মহিলাটি একজন বিজেপি কর্মী। তিনি ঘটনার দিন দলীয় কার্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন। যদি তিনি তাঁকে উঠিয়ে না বসাতেন তাহলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে বাঁচানোর জন্য তাঁকে ধরে রাখতে হয়েছিল। যদি কাউকে সমর্থন করা ভুল হয়, তাহলে আমি ভুল করেছি। আমি অশ্লীল কিছুই করিনি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

জুয়ার নেশায় সর্বস্বান্ত, ২৩ লাখ খুইয়ে চুরিতে হাত পাকাল M.Tech ইঞ্জিনিয়ার

‘পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করেন, জেলে পাঠানো হবে’, ATS অফিসার সেজে বৃদ্ধার সঙ্গে ২২ লক্ষ টাকা প্রতারণা

রাস্তা অবরোধ করায় ২ কংগ্রেস বিধায়কের ১ বছরের জেলের সাজা

FASTag নিয়ে নীতিন গড়করির বড় ঘোষণা, এবার গাড়ি থাকলেই পকেট গড়ের মাঠ

আহমেদাবাদ দুর্ঘটনায় বড়সড় তথ্য, মাত্র তিন মাস আগে বদলানো হয়েছিল বিমানের একটি ইঞ্জিন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ