এই মুহূর্তে




ভয়াবহ বিশ্বাসঘাতকতা! পরিবারকে মারাত্মক দুর্ঘটনার মুখে ঠেলে দিল গুগল ম্যাপ




নিজস্ব প্রতিনিধি, সিমলা: ডিজিটাল যুগে প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে জীবনকে অনেক বেশি সহজ করে তুলেছে। কিন্তু ডিজিটাল সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরতা কখনও কখনও বিপজ্জনক পরিস্থিতির দিকেও নিয়ে চলেছে। হিমাচল প্রদেশের সোলাং জেলায় এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে। গুগল ম্যাপের দৌলতে, বলা ভাল ‘বিশ্বাসঘাতকতায়’ একটি পরিবার প্রায় প্রাণ হারাতে বসেছিল।

নালাগড়ের বাসিন্দা এক পরিবার নিজেদের গাড়ি নিয়ে মেয়ের পরীক্ষার জন্য উনা যাচ্ছিল। ভরতগড় এবং কিরাতপুর হয়ে জ্যাম এড়ানোর জন্য তাঁরা জাতীয় সড়কের পরিবর্তে শর্টকাট নেন। কোন দিক দিয়ে শর্ট কাট রয়েছে তা দেখার জন্য গুগল ম্যাপ চালান। তারপর ম্যাপে দেখানো পথে এগোতে থাকেন। তাতেই ঘটে বিপত্তি।

 

গুগল ম্যাপের দেওয়া পথ অনুযায়ী পরিবারটি দাভাউতা সেতুর দিকের পথ বেছে নেয়। এদিকে এই রাস্তাটি ছিল সরু, গাড়ি সেখান দিয়ে যায় না। তার থেকেও বড় সমস্যা ছিল দাভাউতা সেতু নিজে। গাড়িতে থাকা ব্যক্তিরা জানতেন না বছর দুয়েক আগে বন্যার সেতুটি ভেসে গিয়েছিল। তখন থেকে সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।

এদিকে গাড়িটি দ্রুত গতিতে চলছিল। ফলে আচমকা নদীতে পড়ে যায় গাড়িটি। কয়েক কিলোমিটার পর্যন্ত ভেসেও যায়। সৌভাগ্যবশত, স্থানীয় গ্রামবাসীদের দ্রুত হস্তক্ষেপের ফলে চারজন যাত্রীকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়। নাহলে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা।

গাড়ির সদস্যরা জানিয়েছেন, তাঁরা প্রথমে প্রচলিত ভরতগড়-কিরাতপুর রুট ধরে উনা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু গুগল ম্যাপের উপর নির্ভর করে দাভাউতা সেতুর দিকে গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার কোনও পথই আর ছিল না। অভিযোগ, সেতুটি যে নেই, সে সংক্রান্ত কোনও লেখা, চিহ্ন বা ব্যারিকেডও ছিল না যে দেখে বোঝা সম্ভব হবে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়েছে। দাভোটা পঞ্চায়েত প্রধান ক্ষোভের সঙ্গে বলেন, গুগল ম্যাপে ধসে যাওয়া সেতুটিকে একটি চলাচলের কার্যকর পথ হিসেবে দেখানো হচ্ছে। যারা জানেন না তাঁরা এই বিপজ্জনক পথটি বেছে নিচ্ছেন অজান্তেই। জীবনের ঝুঁকি নিয়ে চলে আসছেন এখানে। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের কাছে দুর্ঘটনা রোধে সুস্পষ্ট সতর্কতা চিহ্ন, ব্যারিকেড এবং কঠোর নির্দেশিকা স্থাপনের দাবি জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাথার দাম ছিল প্রায় দেড় কোটি, সুকমায় আত্মসমর্পণ ২৩ জন মাওবাদীর

বিমান দুর্ঘটনায় বদ্ধপরিকর ছিলেন পাইলট, দাবি বিমান বিশেষজ্ঞের

‘শুখা’ বিহারে মদ খেয়ে মন্ত্রীর পাশে সরকারি আধিকারিক, গ্রেফতারের পর ওষুধ খাওয়ার যুক্তি

বৃষ্টিতে ডুবল রেললাইন, চালকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

১০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎদানের সুবিধা, নির্বাচনের আগে বড় উপহার নীতীশের

কানওয়ার যাত্রায় স্পষ্ট সম্প্রীতির চিত্র, গঙ্গাজল নিয়ে মহাদেবকে তুষ্ট করতে চললেন দুই মুসলিম যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ