এই মুহূর্তে




 চরম গরমে ফুটছে দিল্লি-পঞ্জাব-রাজস্থান, ভাতিন্ডায় পারদ ছুঁল ৪৭.৬ ডিগ্রি




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে গরম। গরমে রীতিমতো সেদ্ধ হওয়ার জোগাড় পঞ্জাব ও রাজস্থানে। মঙ্গলবার (১০ জুন) পঞ্জাবের ভাতিন্ডায় পারদ ছুয়েছে ৪৭.৬ ডিগ্রি। পশ্চিম রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তার মধ্যেই রাজস্থান-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। আগামী তিনদিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে।

ভারতীয় মৌসম ভবনের আবহবিদ নরেশ কুমার জানিয়েছেন ‘গত কয়েকদিন বৃষ্টির দেখা না মেলাতেই পরিস্থিতির অবনতি ঘটেছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে অ্যান্টি সা্ইক্লোনিক সার্কুলেশনের কারণে তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে চলে গিয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাংশ ও রাজস্থানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিনে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের একাংশে সামান্য বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।’

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব রাজস্থানের কোটায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার সিরসাতে ৪৬।২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।। দিল্লির সফরদগঞ্জে ৪৩.৮ ডিগ্রি, লোধি রোডে ৪৩.৬ ডিগ্রি, পালমে ৪৪.৬ ডিগ্রি, আয়ানগরে ৪৫.৫ এবং রিজ এলাকায় ৪৫ ডিগ্রি ছুঁয়েছে পারদ। গত রবিবার থেকেই রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ রাস্তায় বেরলোই গলদঘর্ম হয়ে পড়ছেন। অনেকেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন। পারতপক্ষে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোচ্ছেন না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ভরি সোনা, আশি হাজার টাকা, আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ডের স্বেচ্ছাসেবক কর্মী এয়ার ক্র্যাশেও হিরো

ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ