এই মুহূর্তে




‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের




নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের পাইলটের মে ডে কল। বেঙ্গালুরুতে জরুরি বার্তা দিয়ে অবতরণ করল ইন্ডিগোর গুয়াহাটি-চেন্নাই বিমান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জ্বালানি সংকটের কারণেই আর ঝুঁকি নিতে চাননি পাইলট। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি ফ্লাইটের  জরুরি অবতরণ করান।

জ্বালানিতে মারাত্মক ঘাটতি থাকার পরেও ইন্ডিগো বিমানটি বেঙ্গালুরুতে নিরাপদে অবতরণ করে। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার রাতে। এটিসির কাছে মে ডে বার্তা আসতেই বিমান বন্দরের কর্মীদের সতর্ক করা হয়। তড়িঘড়ি চিকিৎসা ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। অবশেষে রাত ৮:২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের

মাত্র এক সপ্তাহ আগে গত ১২ জুন আহমেদাবাদ থেকে টেক অফ করে লন্ডন গামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমান কয়েক সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়। ওইটুকু সময়েই অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং সহপাইলট ক্যাপ্টেন ক্লাইভ কুন্দার আপ্রাণ চেষ্টা করেছিলেন যাত্রীদের বাঁচানোর। এটিসিতে করে বলেছিলেন ‘থার্স্ট নট অ্যাচিভড, ফলিং ডাউন, মে ডে মে ডে মে ডে।’ এরপর আর বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

যে কোনও ফ্লাইটে, ‘মে ডে কল’ হল একটি জরুরি বার্তা, যার মাধ্যমে পাইলট বোঝান যে বিমানটি গুরুতর সমস্যায় পড়তে চলেছে এবং যাত্রী ও ক্রুদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। গুরুতর সমস্যা বলতে হতে পারে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, বিমানে আগুন ধরে যাওয়া, মাঝ আকাশে সংঘর্ষের আশঙ্কা অথবা হাইজ্যাকিংয়ের মতো পরিস্থিতি।

এই কলের মাধ্যমে, যে কোনও পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এবং কাছাকাছি থাকা বিমানগুলিকে সতর্ক করে যে তার বিমানটির তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন। বিমানের রেডিওতে তিনবার বলা হয় – “মে ডে, মে ডে, মে ডে”। এই তিনবার বলার মাধ্যমে স্পষ্ট হয় যে এটি কোনও রসিকতা নয়, বরং বাস্তবিক সংকট।

সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম সেই বিমানটিকে অগ্রাধিকার দিয়ে জরুরি অবতরণের অনুমতি দেয়। রানওয়ে পরিষ্কার করা হয়, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড প্রস্তুত রাখা হয়। ‘মে ডে’ শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘মেইডার’ থেকে, যার অর্থ ‘আমাকে সাহায্য করুন’। যদি পরিস্থিতি খুব গুরুতর না হয় তবে উদ্বেগের বিষয় থাকে, তবে পাইলট ‘প্যান-প্যান’ উচ্চারণ করেন। এর অর্থ বিপদ রয়েছে, তবে তা ‘মে ডে’র থেকে কম গুরুতর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ