এই মুহূর্তে




সিন্ধু জলচুক্তি স্থগিত থাকছে, খুলছে না আটারি সীমান্তও




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে উত্তেজনার শেষ। টানা পাঁচদিন বাদে শনিবার (১০ মে) দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ফলে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তবে সরকারের শীর্ষ মহলের তরফে জানানো হয়েছে, সামরিক অভিযান স্থগিত রাখা হলেও সিন্ধু জলচুক্তি এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ততে কোনও বদল ঘটছে না। অর্থা‍ৎ সিন্ধু জলচুক্তি স্থগিত থাকছে। সেই সঙ্গে আটারি সীমান্তও বন্ধ রাখা হচ্ছে। আকাশপথ খুলে দেওয়ারও কোনও সম্ভাবনা নেই।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে নিরীহ পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৬ পর্যটক সহ ২৮ জন। পাকিস্তানের মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ জড়িত। যদিও পরে ওই সংগঠন হামলার দায় অস্বীকার করেছে। ওই হামলার পর গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর (সিসিএস) বিশেষ বৈঠক বসে।বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। প্রায় দু’ঘন্টা ধরে চলে বৈঠক।

ওই বৈঠক শেষে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশরি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে মঙ্গলবার যে কাপুরোষিত হামলা চলেছে তাতে পাকিস্তানের যোগসাজশ স্পষ্ট। দীর্ঘদিন ধরে সতর্ক করা সত্বেও সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানছে না পাকিস্তান। তাই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে। পাক নাগরিকদের আর কোনও ভিসা দেওয়া হবে না। সেই সঙ্গে যে ভিসা রয়েছে তা বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতে থাকা পাক নাগরিকদের। দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে থাকা অধিকাংশ ভারতীয় আধিকারিককে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা  প্রতিরক্ষা সংক্রান্ত তিন আধিকারিককে ফিরিয়ে নিতে বলা হয়েছে। দুই দেশের দূতাবাসে কর্মী ও আধিকারিকের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করা হচ্ছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

করাচিতে সেনাঘাঁটি-বন্দর গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল নৌবাহিনী

‘অপারেশন সিঁদুরে’ দেশের অখণ্ডতা রাখতে আত্মবলিদান দিয়েছেন ৫ সেনা জওয়ান

পুলওয়ামায় পাক যোগ ছিল, স্পষ্ট করল পাকিস্তানের বায়ুসেনা  

‘POK ছাড়া আলোচনা সম্ভব নয়’, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

‘ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে’- পাকিস্তানকে জবাব দিতে সেনাকে পূর্ণ ক্ষমতা দিলেন মোদি

অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর