নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অধিকর্তার কুর্সি থেকে বিদায় নিলেন সংস্থায় মৌরসীপাট্টা গেড়ে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মানসপুত্র’ সঞ্জয় মিশ্র। শুক্রবারই তার জমানা শেষ হয়েছে। অস্থায়ীভাবে সংস্থার অধিকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের ‘আজ্ঞাবহ ভৃত্য’ হিসেবে পরিচিত রাহুল নবীনকে। ১৯৯৩ সালের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (আইআরএস) আধিকারিককে নতুন অধিকর্তা খুঁজে না পাওয়া পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির বিশেষ অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অধিকর্তার দায়িত্ব পেয়েছিলেন বিজেপি ঘনিষ্ঠ আমলা সঞ্জয় কুমার মিশ্র। প্রথমে দু’বছরের জন্য তাকে নিয়োগ করা হয়। ২০২০ সালে দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে ফের এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়। পর পর তিন বার মেয়াদ বাড়ানো হয়। অধিকর্তা হিসেবে তার জমানায় ইডির ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছিল। বিরোধীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপির শাখা সংগঠন হিসেবে গড়ে তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানসপুত্র সঞ্জয় মিশ্র। গত পাঁচ বছরে বিজেপি বিরোধী নেতাদের হেনস্তা করা ইডির মূল উদ্দেশ্য হয়ে উঠেছে। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছেন অধিকর্তা।
গত জুলাইতে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ইডির অধিকর্তা হিসেবে সঞ্জয় মিশ্রের তৃতীয়বার মেয়াদ বৃদ্ধিকে অবৈধ বলে ঘোষণা করে ৩১ জুলাইয়ের পরে ওই পদে থাকতে পারবেন না বলে জানিয়ে দেয়। পরে কেন্দ্রের পক্ষ থেকে একাধিক ছেদো যুক্তি দেখিয়ে ইডি অধিকর্তার মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানানো হয়। বিচারপতি বিআর গাভাই সেই আর্জিতে সাড়া দিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইডি অধিকর্তা পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বাড়ান। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, আর মেয়াদ বাড়ানো হবে না।