এই মুহূর্তে




ব্যাঙ্কের RTGS সিস্টেমকে নিশানা করে ২.৩৪ কোটির ডিজিটাল ডাকাতি




নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন অনলাইন জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে কোটি কোটি টাকা লুঠ করছে সাইবার প্রতারকরা। এবার প্রকাশ্যে এলো বড় ধরনের ডিজিটাল ডাকাতির ঘটনা। তবে এবার জালিয়াতির শিকার কোনও ব্যক্তি নন, বরং ব্যাঙ্ক। সম্প্রতি কর্ণাটকের বিজয়নগর এবং বাল্লারি জেলার সমবায় কেন্দ্রীয় (বিডিসিসি) ব্যাঙ্ক থেকে ২.৩৪ কোটি টাকা লুঠ করেছে সাইবার অপরাধী রা। গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে জমা দিলেও টাকা পাচ্ছেন না, এমন অভিযোগের পর পুরো ঘটনাটি সামনে এসেছে। সম্পূর্ণ সিনেমাটিক স্টাইলে ডিজিটালি ব্যাঙ্ক ডাকাতি করা হয়েছে। পুলিশের অনুমান, সাইবার অপরাধীরা ব্যাঙ্কের RTGS-NEFT লেনদেন ব্যবস্থাকে টার্গেট করেছিল।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, গত ১০ জানুয়ারী, BDCC ব্যাঙ্ক থেকে IDBI ব্যাঙ্কে নিয়মিত তহবিল স্থানান্তরের সময়, হ্যাকাররা লেনদেন সংক্রান্ত XML ফাইলগুলির অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড পরিবর্তন করে দেয়। যদিও সুবিধাভোগীদের নাম অপরিবর্তিত ছিল। যার ফলে উদ্দিষ্ট সুবিধাভোগীর পরিবর্তে, একই নামে ভারতের বিভিন্ন রাজ্যের ২৫ টি অ্যাকাউন্টে তহবিল জমা পড়ে যায়। এরপর বিষয়টি সামনে আসে গত ১৩ জানুয়ারি। যখন কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের একাধিক শাখা রিপোর্ট করে যে, ১০ জানুয়ারী থেকে একাধিক অনলাইন Transaction গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়েনি।

এরপর জানা যায়, ব্যাঙ্ক লেনদেনের সময়েই ৫ লক্ষের বেশি টাকার উপরে লেনদেন অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে৷ আর বিষয়টি জানতে পেরেই ব্যাঙ্ক ব্যবস্থাপনা অবিলম্বে RTGS/NEFT পরিষেবা স্থগিত কর এবং হোসাপেট টাউন থানায় অভিযোগ দায়ের করে। মামলাটি বল্লারি সিইএন থানায় স্থানান্তর হয়। পুলিশ আইটি আইনের ধারা 66 (সি) (ডি) এবং বিএনএস আইনের 318 (3) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে সাইবার অপরাধের ঘটনা যেমন বেড়েছে, একই গতিতে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো ঘটনাও সামনে এসেছে। যেখানে কোনও ব্যক্তিকে পুলিশ বা প্রশাসনের কর্মকর্তা সেজে ফোন করা হয় এবং গ্রেফতারের হুমকি দেওয়া হয়, আর গ্রেফতারের ভয়ে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়ে বসেন ভুক্তভোগীরা। তবে এসব ঘটনা সাধারণ হয়ে উঠলেও ব্যাংক নিয়ে ডিজিটাল ছিনতাইয়ের ঘটনা রীতিমতো ভীতিকর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘৬ মাসের মধ্যেই মহিলাদের জন্য আসছে ক্যান্সারের টিকা’ সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী

আচমকাই বদলে গেল সময়, লক্ষ্মীবারে কখন শপথ দিল্লির মুখ্যমন্ত্রীর?

‘এর মগজ নোংরায় ভর্তি’, রণবীর এলাহবাদিয়াকে ভৎর্সনা সুপ্রিম কোর্টের

ছবি এঁকে মায়ের খুনিকে চিনিয়ে দিল একরত্তি মেয়ে, স্কেচ দেখে ঘুম উড়ল পুলিশের

‘শিক্ষিতরাই যদি…’ শ্বশুরবাড়ি থেকে পাওয়া পণের ৫,৫১,০০০ টাকা ফেরালেন পাত্র

পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার শাহের বিশ্বস্ত জ্ঞানেশ কুমার!

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর