এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চলতি মাসেই ভাদোহিতে একমঞ্চে ভোট প্রচারে থাকবেন মমতা-অখিলেশ

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মাটিতে লড়াই করছে তৃণমূল কংগ্রেস(TMC)। বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়লেও, যোগী রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দল দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী INDIA জোটের শরিক দল হিসাবেই লড়ছে। উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের মধ্যে সেখানকার প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি(SBP) লড়াই করছে ৬২টি আসনে। কংগ্রেস লড়ছে ১৭ আসনে, ১টি আসনে লড়াই করছে তৃণমূল। আর সেই আসন হল ভাদোহি(Vadohi Constituency)। সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন ললিতেশপতি ত্রিপাঠি(Lalitesh Pati Tripathi)। তাঁর সমর্থনে চলতি মাসের ২০ থেকে ২৩ তারিখের মধ্যে সেখানে প্রচারে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি তা সম্ভব হয় তাহলে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের পরে আবারও যোগী রাজ্যের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অখিলেশ যাদবকে(Akhilesh Yadav) একমঞ্চে দেখা যাবে। সব থেকে বড় কথা, বাংলার মাটিতে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে কোনও জোট না হলেও, ভাদোহিতে তৃণমূলের বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস। এমনকি সেখানে তৃণমূলকে সমর্থনের বার্তাই দিয়েছে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধির দল।

বাংলার ৪২টি আসনে এককভাবে লড়াই করছে তৃণমূল। বাংলার বাইরে অসমে ৪টি, উত্তরপ্রদেশে ও মেঘালয়ের ১টি করে আসনে প্রার্থী দিয়েছে জোড়াফুল শিবির। মূলত বাংলার বাইরে ভিন রাজ্যে সংগঠন বৃদ্ধি এবং জাতীয় রাজনীতিতে নিজেদের তুলে ধরতেই বাংলার বাইরে এই লড়াই। ভিন রাজ্যে প্রাপ্ত ভোট শতাংশ বাড়িয়ে জাতীয় দলের তকমা ফিরে পাওয়াই লক্ষ্য। তবে উত্তরপ্রেদেশের মাটিতে তৃণমূলের লড়াই ভিন্ন এক আস্বাদ এনে দিচ্ছে। বাংলার বুকে কংগ্রেসের সঙ্গে কোনও জোট গঠনের পথে যায়নি তৃণমূল। এমনকি INDIA জোট না ছাড়েই তৃণমূল একক ভাবে বাংলার মাটিতে লড়ছে। কিন্তু উত্তরপ্রদেশে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে INDIA জোটের শরিক দল হিসাবেই। ভাদোহিতে সমাজবাদী পার্টির সংগঠন বেশ মজবুত। মূলত সপার কাঁধে ভর দিয়ে আর অখিলেশের সমর্থনের ভিত্তিতে সেখানে বিজেপি প্রার্থী বিনোদকুমার বিন্দের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন ললিতেশপতি ত্রিপাঠি। তৃণমূলের এই লড়াইয়ে কার্যত কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে বিজেপি। কেননা এই কেন্দ্রে কংগ্রেস কোনও প্রার্থী দেয়নি। প্রার্থী দেয়নি আপও। আর এই দুই দলই তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে।

তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ভাদোহিতে প্রচার চালিয়ে যাচ্ছেন ললিতেশপতি ত্রিপাঠি। সাদা পঞ্জাবিতে বুকে লাগানো ঘাসের ওপর জোড়াফুলের লোগো, মাথায় লাল-সবুজ ফেট্টি লাগিয়ে ভাদোহির অলিগলি চষে ফেলছেন ললিতেশ। সামাজিক মাধ্যমে নিজের প্রচারে ললিতেশ ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের ছবি। আর সেটাই এখন উত্তরপ্রদেশে INDIA জোটের নয়া সমীকরণ! যার সূত্র ধরেই এক মঞ্চ থেকে মমতা-অখিলেশ বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বলে শোনা যাচ্ছে। ললিতেশ জানিয়েছেন, ‘মে মাসের ২০-২৩ তারিখের মধ্যে তৃণমূল ও সমাজবাদী পার্টির সুপ্রিমোর যৌথ সভা আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে। এখানকার কংগ্রেস সভাপতি আমার প্রচারে এসেছিলেন। তিনি আমায় সমর্থন দিয়েছেন। আপের সমর্থন পেয়েছি। এবার উত্তরপ্রদেশে বিজেপি ফল খারাপ হচ্ছেই। নারী নির্যাতন সহ অপরাধমূলক অজস্র ঘটনায় মানুষ ক্ষুব্ধ। যোগী সরকার সম্পূর্ণ ব্যর্থ। ফলে এবার ৪০টি আসনও পাবে না বিজেপি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইঞ্জিনে আগুন, বেঙ্গালুরুতে জরুরি অবতারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের

পঞ্চম দফা নির্বাচনের আগেই রক্তাক্ত কাশ্মীর, জঙ্গি হামলায় নিহত ১

সঙ্ঘের প্রয়োজন ফুরিয়েছে মোদির বিজেপির অন্দরে, বোঝালেন নাড্ডা

যৌন কেলেঙ্কারিতে যুক্ত দেবগৌড়ার নাতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

৮,৮৮৯ কোটি টাকার মদ, নগদ বাজেয়াপ্ত কমিশনের, শীর্ষে মোদির রাজ্য গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর