এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল (Shri Parkash Singh Badal) মঙ্গলবার প্রয়াত হয়েছেন। নবতিপর রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রয়াত বর্ষীয়াণ রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার টুইটারে শোকবার্তায় লিখেছেন, ‘পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী প্রকাশ সিং বাদলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন সত্যিকারের জননেতা এবং অদম্য সাহসী একজন মানুষ, তিনি তাঁর রাজ্যের উন্নয়নে অপরিসীম অবদান রেখেছিলেন। এই শোকের সময়ে তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা।’

১৯২৭ সালের ৮ ডিসেম্বর অবিভক্ত ভারতের মুক্তসর সাহিবে এক জাঠ শিখ পরিবারে জন্মগ্রহণ করেন প্রকাশ সিং বাদল। লাহোরের ফরমান খ্রিস্টান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মাত্র ২০ বছর বয়সেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। সরপঞ্চ হিসেবে নির্বাচিত হন। ১৯৫৭ সালে শিরোমণি অকালি দলের হয়ে প্রথম বিধানসভা ভোটে লড়েন। ১৯৬৯ সালে ভোটে জেতার পরে পঞ্চায়েতি রাজ, প্রাণিসম্পদ এবং ম‍ৎস্য মন্ত্রীর দায়িত্ব পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ১০ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৭০ সালে প্রথম পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১০ বছর পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৭২, ১৯৮০ ও ২০০২ সালে পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন।

সপ্তাহ খানেক আগে বার্ধক্যজনিত কারণে প্রবীণ রাজনীতিবিদকে মোহালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। যদিও গতকাল সোমবার হাসপাতালের পক্ষ থেকে এক মেডিকেল বুলেটিনে জানানো হয়েছিল, চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ। তবে শারীরিক অবস্থা সঙ্কটজনক। ২৪ ঘন্টাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিন সন্ধ্যায় চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা করে করে মৃত্যুর দেশে পাড়ি জমান প্রবীণ রাজনীতিবিদ।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। প্রয়াত বাদলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ বিভিন্ন দলের নেতৃত্ব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০২৩ সালে ভারতে ৭ কোটির বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটস অ্যাপ

খাবার নিয়ে বচসার জের, তিহাড় জেলের ভিতরে কয়েদির হাতে খুন বন্দি

মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি অভিনেতার

ফের ধপাস শেয়ারবাজার, একদিনেই ৭৩৩ সূচক খোয়াল সেনসেক্স

কেজরির জামিনের কথা বিবেচনা করা হচ্ছে, ইডিকে জানাল সুপ্রিম কোর্ট

সমনামীদের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিতে রাজি হল না সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর