নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতার রোম সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি না দেওয়ায় মুখ খুললেন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণিয়ম স্বামী। তার প্রশ্ন, ঠিক কী কারণে স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রোম সফরের অনুমতি দিতে অস্বীকার করেছে। কোন আইনে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে অনুমতি দিল না কেন্দ্র।
অক্টোবরে মমতা বন্দ্য়োপাধ্যায় রোম সফরের জন্য আমন্ত্রণ করা হয়েছিল। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও আমন্ত্রণ করা হয়েছিল জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জলকেও। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মুখ্যমন্ত্রীকে রোম সফরের অনুমতি দিতে অস্বীকার করে। প্রবীণ এই বিজেপি নেতার প্রশ্ন, ঠিক কোন যুক্তিতে এবং কোন আইনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে রোম সফরের অনুমতি দিল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রবীণ এই বিজেপি নেতার টুইটের জবাবে পাল্টা টুইট করেন অনেকে। প্রতিটি টুইটের লক্ষ্য কেন্দ্রীয় সরকার। সুব্রহ্মণিময়ম স্বামীকে পাল্টা টুইট করে এক নেটিজেন জানিয়েছেন, ভুলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলবে না। তাহলে আপনার টুইটার অ্যাকাউন্টও সিল করে দেবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ইতোমধ্যে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। শনিবার প্রচারে বেরিয়ে তিনি বলেন, “রোমে বিশ্ব শান্তি নিয়ে মিটিং ছিল। কত লোক যাবে। পোপ যাবে, জার্মানির লোক যাবে। আজ কেন্দ্র থেকে চিঠি এল। বলল মুখ্যমন্ত্রীর পক্ষে যাওয়া ঠিক না। শুধু তোমরা এদিক-ওদিক ঘুরে বেড়াবে? আমরা কোথাও যেতে পারব না।” এর পরই তাঁর প্রশ্ন, “আমায় কেন যেতে দিলেন না। শান্তির কথা এলেই কেন এরকম করেন? এভাবে চলবে না। যেতে দিলে কিছু হত না। কিন্তু না যেতে দিয়ে খুব বেআইনি কাজ করলেন।”