এই মুহূর্তে




সংক্রমণের চিকিৎসায় হাসপাতালে গিয়ে যুবক খোয়ালেন অণ্ডকোষ, পলাতক চিকিৎসক




নিজস্ব প্রতিনিধি, গৌহাটি: অসমের কাছাড় জেলার একটি হাসপাতালের বিরুদ্ধে উঠল ভয়াবহ অভিযোগ। ২৮ বছর বয়সী এক ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর সম্মতি ছাড়াই বায়োপসি পরীক্ষার সময় চিকিৎসকরা কেটে ফেলেছেন অণ্ডকোষ। যুবক জানিয়েছেন তিনি যৌনাঙ্গে সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন।

মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দা আতিকুর রহমান নামে ওই যুবক শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। চিকিৎসকরা তাঁকে বায়োপসি পরীক্ষার কথা বলেন। পরীক্ষার পর দেখা যায় একজন চিকিৎসক যুবকের সম্মতি ছাড়াই অণ্ডকোষ কেটে ফেলেছেন।

আতিকুর রহমানের অভিযোগ বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক বায়োপসির সময় তাঁর সম্মতি ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষ কেটে ফেলেছেন। তারপরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের থেকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট চিকিৎসকও নিখোঁজ রয়েছেন। ফোন করলে রিং হয়ে গিয়েছে।

আতিকুরের কথাহয়, “১৯ জুন আমার যৌনাঙ্গে সংক্রমণের পর আমি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে যাই। ডাক্তার আমাকে বায়োপসি পরীক্ষা করার পরামর্শ দেন। বায়োপসি পরীক্ষার সময় তারা আমার সম্মতি ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে আমার অণ্ডকোষ কেটে ফেলে। অস্ত্রোপচারের পর যখন আমার জ্ঞান আসলে আমি দেখি যে আমার অণ্ডকোষ কেটে ফেলা হয়েছে। আমি ডাক্তারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি।”

অসহায় হয়ে যুবক আক্ষেপ করেছেন, “এখন আমি অসহায়, কী করব জানি না। আমার জীবন শেষ। আমি বেশ কয়েকবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার ফোন ধরেননি। আমি মানসিকভাবে অত্যন্ত কষ্টে রয়েছি। অস্ত্রোপচারের কারণে অনেক সমস্যা হচ্ছে।” এই প্রসঙ্গে ওই যুবক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জরুরি হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পণের জন্য নরক হয়েছে জীবন, দেহে খুনিদের নাম লিখে আত্মহত্যা গৃহবধূর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ