এই মুহূর্তে




নিত্যপ্রয়োজনীয় জিনিস হতে পারে সস্তা, GST নিয়ে নয়া চিন্তাভাবনা মোদি সরকারের




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জিএসটি নিয়ে বড়সড় পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই চিন্তাভাবনা বাস্তবায়িত হলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা স্বস্তি পেতে পারেন। সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে শীঘ্রই জিএসটি’তে বড়সড় স্বস্তি ঘোষণা হতে পারে। কেন্দ্রিয় সরকার কমাতে পারে জিএসটি’র হার। মোদি সরকার নাকি জিএসটি’র স্ল্যাব পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এর ফলে ১২ শতাংশ জিএসটি স্ল্যাব নেমে আসতে পারে ৫ শতাংশে।

সূত্র মতে, সরকার এমন পণ্যের ওপর জিএসটি’তে ছাড় দিতে পারে যা সাধারণত মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলিতে ব্যবহৃত হয় এবং ১২ শতাংশ জিএসটি ট্যাক্স স্ল্যাবের আওতায় আসে। সরকার এখন চিন্তাভাবনা করছে এই ধরনের পণ্যগুলিকে ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে রূপান্তরিত করার।

দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশিরভাগ জিনিসই এই ১২ শতাংশ জিএসটি স্ল্যাবের মধ্যে আসে।  তাই জিএসটি কাউন্সিলের ৫৬ তম সভায় একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চলতি জুনেই  জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তাতে যদি জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার প্রভাব পড়বে জুতো, মিষ্টি, পোশাক, সাবান, টুথপেস্ট এবং দুগ্ধজাত পণ্যের ওপর। এই জিনিসগুলি সবই এখন ১২ শতাংশ স্ল্যাবের মধ্যে রয়েছে। ৫ শতাংশ জিএসটি স্ল্যাবের মধ্যে আনা হলে স্বভাবতই তা সস্তা হবে।

দেশে জিএসটি’র হার সাধারণত কাউন্সিল দ্বারা নির্ধারিত হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিরাও এই পরিবর্তনের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন। ভারতে বর্তমানে চারটি জিএসটি স্ল্যাব রয়েছে। সেগুলি হল- ৫%, ১২%, ১৮%, ২৮%। শস্য, ভোজ্যতেল, চিনি, স্ন্যাকস এবং মিষ্টি ছাড়াও সোনা রূপা এবং অন্যান্য সকল পণ্য বিভিন্ন বিভাগ অনুসারে কর স্ল্যাবে রাখা হয়েছে।

জিএসটি নিয়ে বড় ধরনের স্বস্তির ইঙ্গিত আগেই সরকারের পক্ষ থেকে পাওয়া গিয়েছিল। মার্চ মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বলেছিলেন জিএসটি ট্যাক্স স্ল্যাব যৌক্তিক করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জিএসটি হার আরও কমবে। তখন থেকে জিএসটি স্ল্যাব পরিবর্তনের আশা ছিল। এখন কবে আশা পূরণ হয় তাই দেখার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ