এই মুহূর্তে




জুয়ার নেশায় সর্বস্বান্ত, ২৩ লাখ খুইয়ে চুরিতে হাত পাকাল M.Tech ইঞ্জিনিয়ার




নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! M. Tech ডিগ্রি ধারণ করে কিনা চুরি করছেন ব্যক্তি! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি আজব ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রের নাগপুরের ধনতোলি থানা এলাকায়। সাধারণত প্রযুক্তির একটি বড় ডিগ্রি M. Tech (Master of technology)। এই ডিগ্রিতে IT সেক্টরগুলিতে ভালো বেতনের চাকরি পাওয়া যায়। সেই ডিগ্রি ধারণ করেই কিনা লোকের বাড়িতে চুরি করছেন আশিস রেডিমাল্লা নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি এম.টেক পড়াশোনা করেছেন। এরপর পুনে এবং নাগপুরের আইটি কোম্পানিতে ভালো চাকরি করেছেন। কিন্তু খারাপ সঙ্গমের কারণে তিনি জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন। যে আসক্তি তাঁকে অপরাধের পথে ঠেলে দিয়েছে।

সম্প্রতি আশিস রেডিমাল্লা ধনতোলি এলাকার বাসিন্দা শীতল চিন্তালওয়ারের বাড়িতে চুরি করেছেন। যেখান থেকে তিনি মোটা নগদ চুরি করেছেন। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের একটি স্কেচ বানায়। এরপরেই গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর জেলার আশিস রেডিমাল্লাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত নাগপুরের অন্যান্য থানা এলাকায়ও চুরি করার কথা স্বীকার করেছেন। কিন্তু কী এমন ঘটনা ঘটেছে ব্যক্তির যে, তিনি শেষ পর্যন্ত চুরির পথ বেছে নিলেন। পুলিশ তদন্তে জানাতে পারে যে, জুয়ায় প্রায় ২৩ লক্ষ টাকা হেরে গিয়েছিল আশিস। ঋণ থেকে মুক্তি পেতে এবং টাকা আয় করার জন্য, সে শেষ পর্যন্ত চুরির পথ বেছে নেয়।

জানা গিয়েছে, চাকরির সময় সে নাগপুরের ছত্রপতি নগর এলাকায় থাকতেন, তাই সেখানকার বাড়িগুলি সম্পর্কে তাঁর আগেই জানাশোনা ছিল। এরপর জুয়ায় ২৩ লক্ষ টাকা হেরে গিয়ে হিমসিম খেয়ে যান ব্যক্তি। অবশেষে তিনি চুরির পথ বেছে নেয়। এবং তাঁর প্রাক্তন পাড়ার পরিত্যক্ত বাংলোগুলিতে চুরি শুরু করেন।এ পর্যন্ত তিনি পাঁচটি বাড়িতে চুরি করেছেন। চুরি করার জন্য, তিনি চন্দ্রপুর থেকে বাসে করে নাগপুর আসতেন, খালি বাড়ি চিহ্নিত করতেন এবং তারপর অপরাধ করতেন। অভিযুক্তকে গ্রেফতার করে অবশেষে ধনতোলি পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অনামিক মির্জাপুরের তত্ত্বাবধানে এই মামলার তদন্ত চলছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, অভিযুক্ত নিজেই টাকার জন্য চুরির কথা স্বীকার করেছেন। এবং নাগপুরের অনেক এলাকায় তিনি চুরি করেছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ