-273ºc,
Saturday, 3rd June, 2023 4:03 am
নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: আগামিকাল শনিবারই জেলমুক্তি ঘটছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোৎ সিং সিধুর। জেলের অন্দরে সুবোধ বালকের মতো আচরণ করায় এবং সব নিয়ম মেনে চলায় মেয়াদ শেষের প্রায় দেড় মাস আগেই মুক্তি দেওয়া হচ্ছে তাঁকে। আজ শুক্রবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির টুইটার হ্যান্ডেল থেকে ওই জেল মুক্তির কথা জানানো হয়েছে।
প্রায় সাড়ে তিন দশক আগে ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে তৎকালীন জাতীয় দলের ক্রিকেটার সিধুর সঙ্গে পাতিয়ালার বাসিন্দা গুরুনাম সিংয়ের বচসা বাঁধে। বচসা চলাকালীন আচমকাই গুরুনাম সিংকে জোরে ধাক্কা দেন এবং ঘুষি মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় সিধুর বিরুদ্ধে। জাতীয় দলের ক্রিকেটারকে কঠোর সাজা দেওয়ার দাবি জানায় নিহতের পরিবাররা। দীর্ঘ আইন লড়াই শেষে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট নভজ্যোত সিং সিধুকে এক হাজার টাকা জরিমানা করে।
ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। গত বছর দেশের শীর্ষ আদালত এক বছর জেলের সাজা শোনায় প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে। সুপ্রিম কোর্টের নির্দেশে পাতিয়ালা জেলে আত্মসমর্পণ করেন সিধু। ঘোষিত সাজার মেয়াদ অনুযায়ী তাঁর ১৬ মে পর্যন্ত জেলে থাকার কথা। কিন্তু দেড় মাস আগেই পাতিয়ালার জেল থেকে মুক্তি পেতে চলেছেন কংগ্রেস নেতা।