এই মুহূর্তে




LIVE: অপারেশন সিঁদুরে পাক সেনার ৩৫-৪০ জওয়ানের মৃত্যু হয়েছে, দাবি ডিজিএমও’র




নিজস্ব প্রতিনিধি: লজ্জা বলতে কোনও কিছুই আর অবশিষ্ট নেই পাকিস্তানের। মঙ্গলবার মধ্য রাত থেকে ভারতীয় সেনার হাতে মারের পর মার খেয়েও শোধরাচ্ছে না সন্ত্রাসীদের লালন-পালন করা পাকিস্তানি সেনা।

LIVE

  • (IST) -


    পাকিস্তানি সেনা বাহিনীর প্রায় ৩৫-৪০ জওয়ানের মৃত্যু হয়েছে।

    ভারতীয় সেনার জবাবি হামলায় পাকিস্তানি সেনা বাহিনীর প্রায় ৩৫-৪০ জওয়ানের মৃত্যু হয়েছে।

    করাচিতে হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল ভারতীয় নৌবাহিনী

    পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা

    বায়ু সেনার সমস্ত পাইলট ফিরে এসেছেন

    উত্তেজনা প্রশমনের প্রথম প্রস্তাব এসেছিল পাকিস্তানের তরফে

    শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে  কথা হয়। ওই আলোচনায় উভয় পক্ষই শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

    সোমবার দুপুরে ভারত ও পাকিস্তানের ডিজিএমও-র মধ্যে কথা হবে

  • 5:21 PM (IST) - 11 May 2025


    সীমান্তের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

  • 4:12 PM (IST) - 11 May 2025


    ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেন পোপ লিও

    ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেন পোপ চতুর্দশ লিও। সব পক্ষকেই শান্তি বজায়ের আর্জি জানিয়েছেন।

  • 2:21 PM (IST) - 11 May 2025


    'সংসদের বিশেষ অধিবেশন ডাকুন', মোদিকে চিঠি রাহুলের

    পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাত ও যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন রাহুল গান্ধি। রবিবার এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেনলোকসভার বিরোধী দলনেতা।

  • 12:57 PM (IST) - 11 May 2025


    'অপারেশন সিঁদুর' এখনও চলছে, বিবৃতি দিয়ে জানাল বায়ুসেনা

    যুদ্ধবিরতি চললেও 'অপারেশন সিঁদুর' এখনও চলছে বলে রবিবার  (১১ মে) সমাজমাধ্যমে এক পোস্টে জানিয়েছে ভারতীয় বাযুসেনা।

  • 12:29 PM (IST) - 11 May 2025


    তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

  • 2:00 AM (IST) - 10 May 2025


    যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওড়াল পাকিস্তান

    যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিল পাকিস্তান সরকার।

  • 1:58 AM (IST) - 10 May 2025


    উধমপুরের বায়ু ঘাঁটিতে পাক ড্রোন ভেঙে নিহত সেনা জওয়ান

    উধমপুরের বায়ু ঘাঁটিতে পাক ড্রোন ভেঙে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান।  নিহতের নাম সুরেন্দ্র সিংহ মোগা। তিনি রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা।

  • 9:41 PM (IST) - 10 May 2025


    অমৃতসর-গুরুদাসপুরে নেভানো হল সব আলো, বাজছে সাইরেন

    নিয়ন্ত্রণরেখার ওপার থেকে লাগাতার গুলি ছুড়ছে পাক সেনা, জবাব দিচ্ছে BSF। অমৃতসর-গুরুদাসপুরে নেভানো হল সব আলো, বাজছে সাইরেন।

  • 9:32 PM (IST) - 10 May 2025


    রাজস্থানের পোখরানেও গুলি করে নামানো হল পাক ড্রোন

    কাশ্মীরের শ্রীনগরের পাশাপাশি রাজস্থানের পোখরানেও ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। তবে ব্যর্থ হয়েছে। পাক ড্রোন গুলি করে নামানো হয়েছে। জম্মুর উধমপুর ও পাঠানকোটে পাক হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট করা হয়েছে।

  • 9:27 PM (IST) - 10 May 2025


    শ্রীনগরে সেনা ঘাঁটির পাশে গুলি করে নামানো হল পাকিস্তানি ড্রোন

    শ্রীনগরে সেনা ঘাঁটির পাশে গুলি করে নামানো হল পাকিস্তানি ড্রোন। মোট চারটি জায়গায় পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে সেনা সূত্রে খবর।

  • 9:25 PM (IST) - 10 May 2025


    যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের জম্মুতে হামলা পাকিস্তানের, বিস্ফোরণে কাঁপল শ্রীনগর

    চার ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের জম্মু-কাশ্মীরে হামলা চালাতে শুরু করল পাকিস্তান। সাম্বায় বাজছে সাইরেন। শ্রীনগরে চার থেকে পাঁচ জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বেশ কয়েক জায়গায় ড্রোন হামলারও চেষ্টা হয়েছে। বিএসএফকেউপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

  • 6:22 PM (IST) - 10 May 2025


    ভারত-পাকিস্তান যুদ্ধ শেষ, ঘোষণা বিদেশ সচিবের

    ভারত ও পাকিস্তানের মধ্যে গত পঁচদিন ধরে চলা যুদ্ধ অবশেষে থামল। আজ শনিবার ১০ মে) বিকেলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক সম্মেলনে জনিয়েছেন, দুপুর তনটে বেজে ৩৫ মিনিট আগাদ দুই দেশের  ডিজি মিলটারি অপারেশন ফোনে কথা বলেছেন। ওই ফোনাআপর সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিকেল পাঁচটা থেকে দুই দেশ একে অন্যের উপরে স্থল, জল ও আকাশ পথে  হামলা চালাবে না। ১২ মে ফের দুই দেশের ডিজি মিলিটরি অপারেশন কথা বলবেন।

  • 5:49 PM (IST) - 10 May 2025


    যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান, দাবি ডোনাল্ড ট্রাম্পের

    ভারত ও পাকিস্তান- দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • 5:36 PM (IST) - 10 May 2025


    মুম্বইয়ে বাজি ফাটানোর উপরে নিষেধাজ্ঞা জারি পুলিশের

  • 4:41 PM (IST) - 10 May 2025


    ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখবে কেন্দ্র, পাকিস্তানকে হুঁশিয়ারি

    ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপকে এখন থেকে যুদ্ধ হিসেবে দেখা হবে। আর তার পরিণতি হবে ভয়ঙ্কর। নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা কেন্দ্রের।

  • 4:30 PM (IST) - 10 May 2025


    অপারেশন সিঁদুর নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় সাংবাদিক বৈঠক

  • 3:47 PM (IST) - 10 May 2025


    রাতে সীমান্তবর্তী এলাকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতীয় রেলের

    রাত হলেই সীমান্তবর্তী শহরে হামল চালাচ্ছে পাক সেনা। ওই হামলার হাত থেকে বাঁচাতে রাতে সীমান্তবর্তী এলাকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে।

  • 2:35 PM (IST) - 10 May 2025


    পঞ্জাবে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ

    অমৃতসর, হোশিয়ারপুর, ফিরোজপুর সহ পঞ্জাবের বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে পাক সেনা। ফিরোজপুরে ড্রোন হামলায় একই পরিবারের তিন জন আহত হয়েছেন। এর প্রেক্ষিতে পঞ্জাবে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

  • 2:26 PM (IST) - 10 May 2025


    অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

    পাকিস্তানের লাগাতার হামলার জবাব কীভাবে দেওয়া হবে তা নিয়ে সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • 12:42 PM (IST) - 10 May 2025


    শ্রীনগরে ফের শোনা গেল বিস্ফোরণের শব্দ

  • 12:30 PM (IST) - 10 May 2025


    পশ্চিম সীমান্তে বাড়তি সেনা মোতায়েন পাকিস্তানের

    পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে পাকিস্তান। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনার কর্নেল  সোফিয়া কুরেশি।

  • 9:59 AM (IST) - 10 May 2025


    পরমাণু অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে শাহবাজ শরিফ

    ভারতের সঙ্গে সঙ্ঘাতের আবহে ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সঙ্গে জরুরি বৈঠকে বসছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার পাকিস্তানি সেনার জনসংযোগ বিভাগের (আএসপিআর) তরফে এ কথা জানানো হয়েছে।

  • 9:45 AM (IST) - 10 May 2025


    জম্মুর শম্ভু মন্দিরে উড় এল পাকিস্তানের গোলা

    জম্মুর শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়েছে। মন্দির চত্বরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে গোলা পড়েছে মন্দিরের দরজার সামনে।

  • 1:32 AM (IST) - 10 May 2025


    পাকিস্তানের একাধিক স্থানে পাল্টা জবাব শুরু ভারতীয় সেনার

  • 11:48 PM (IST) - 9 May 2025


    পঞ্জাবের গ্রামে ভেঙে পড়ল পাক ড্রোন, আহত একই পরিবারের তিন

    পঞ্জাবের ফিরোজপুরের এক বাড়িতে পাকিস্তনি ড্রোন ভেঙে পড়ে একই পরিবারের তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এ মহিলা রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

  • 9:01 PM (IST) - 9 May 2025


    জম্মু ও সাম্বায় পাকিস্তানি ড্রোন ভূপতিত করল সেনা

    পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটির পাশাপাশি জম্মু এবং সাম্বায়  পাকিস্তানের ড্রোন হামলা ভেস্তে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তিন জায়গাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে হানাদার বাহিনীর ড্রোন।

  • 8:56 PM (IST) - 9 May 2025


    পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে পাকিস্তানের ড্রোন হামলা ভেস্তে গেল

    জম্মুর পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে পাকিস্তানের ড্রোন হামলা ভেস্তে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

  • 8:50 PM (IST) - 9 May 2025


    হামলা শুরু পাকিস্তানের, পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পোখরান

    রাত হতে না হতেই হামলা শুরু করল পাক সেআ। জম্মু-কাশ্মীরের সাম্বা, রাজস্থানের পোখরান সহ সীমান্তবর্তী একাধিক শহর বিস্ফোরণে কেঁপে উঠছে। জম্ম-পাঠানকোট সহ একাধিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বাজতে  শুরু করেছে সাইরেন।

  • 8:23 PM (IST) - 9 May 2025


    ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর সব পথ বন্ধ, অসহায় স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

    ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছে বলে স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ।

     

  • 8:13 PM (IST) - 9 May 2025


    দিল্লির এইমসের চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

    পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাতের জেরে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের সমস্ত চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

  • 8:09 PM (IST) - 9 May 2025


    দিল্লি স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন

  • 7:39 PM (IST) - 9 May 2025


    তিন বাহিনীর প্রাক্তন প্রধানদের সঙ্গে বৈঠকে মোদি, হাজির রাজনাথ সিংহ-ও

    তিন বাহিনীর বর্তমান প্রধানদের সঙ্গে বৈঠকের পরে সেনা, বায়ুসেনা ও নৌসেনার প্রাক্তন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির সাত লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শুরু হওয়া বৈঠকে হাজির রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

  • 7:34 PM (IST) - 9 May 2025


    জম্মু-সহ ২৪ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে

    পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাতের প্রেক্ষিতে জম্মু, অমতসর-সহ দেশের ২৪ বিমানবন্দর আগামী ১৪ মে পর্যন্ত বন্ধ থাকছে।

  • 7:27 PM (IST) - 9 May 2025


    উরি সেক্টরে ফের গুলি ছুড়তে শুরু করেছে পাক সেনা

    সন্ধে নামতে না নামতেই  উরি সেক্টরে ফের ভারতীয় সেনা শিবির লক্ষ্য করে গুলি চালাতে শুরু করল পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।

  • 7:15 PM (IST) - 9 May 2025


    সেনার তিন প্রধানের সঙ্গে ফের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

    পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাত তীব্র হচ্ছে ক্রমশই। রাত হলেই হামলা চালাচ্ছে পাক হানাদাররা। ওই হানা মোকাবিলা নিয়ে শুক্রবার সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাত লোককল্যাণ মার্গের বাড়িতে ওই বৈঠক হয়।

  • 5:52 PM (IST) - 9 May 2025


    করতারপুর করিডর আপাতত বন্ধই থাকছে, ঘোষণা বিদেশ সচিবের

    ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার আরণে করতারপুর করিডর আপাতত বন্ধ থাকছে বলে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

  • 5:47 PM (IST) - 9 May 2025


    বৃহস্পতিবার রাতে সামরিক ঘাঁটিকে নিশানা করেছিল পাকিস্তান, দাবি ভারতীয় সেনার

    বৃহস্পতিবার রাতে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তান। এমনকি আকাশসীমা লঙ্ঘন করে এপারে ঢুকে হামলা চালিয়েছিল। শুক্রবার বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেছেন ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি।

  • 5:24 PM (IST) - 9 May 2025


    মোহালিতে রাত আটটায় 'ব্ল্যাক আউট', সাইনবোর্ডের আলো নেভানোর নির্দেশ

    পাকিস্তানে হামলার আশঙ্কায়  পঞ্জবের মোহালিতে রাত আটটা থেকে আল নেভানোর নির্দেশ জারি করা হয়েছে। শহরে ব্ল্যাকআউট চলাকালীন কোনও সাইনবোর্ডের আলো জ্বালিয়ে রাখা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে।

  • 5:18 PM (IST) - 9 May 2025


    চণ্ডীগড়ে সন্ধ্যা ৭টার মধ্যে রেস্তোরাঁসহ সব দোকান বন্ধের নির্দেশ

  • 5:16 PM (IST) - 9 May 2025


    বৃহস্পতিবার রাতে ২৪টি শহর নিশানা করে ৫০০টি ড্রোন ছুড়েছিল পাকিস্তান, দাবি ভারতীয় সেনার

    গতকাল বৃহস্পতিবার (৮ মে)  রাতে ২৪টি শহর নিশানা করে ৫০০টি ড্রোন ছুড়েছিল পাকিস্তান। শুক্রবার এমনই ভয়ঙ্কর তথ্য জানিয়েছে ভারতীয় সেনা।

  • 2:09 PM (IST) - 9 May 2025


    পাকিস্তানের একাধিক সাংবাদিকের 'এক্স' অ্যাকাউন্ট নিষিদ্ধ

    মিথ্যা খবর ছড়ানোয় পাকিস্তানের একাধিক সাংবাদিকের 'এক্স' অ্যাকাউন্ট নিষিদ্ধ করল কেন্দ্র। যাদর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন 'জিও টিভির' কর্ণধার হামিদ মীর, নাজাম আহমেদ  শেঠি।

  • 1:21 PM (IST) - 9 May 2025


    'অপারেশন সিঁদুর' ভারতের আত্মমর্যাদা বাড়িয়েছে', দাবি ভাগবতের

    ভারতীয় সেনার অপারেশন সিঁদুর-এর প্রশংসা করলেন আরএসএসের সরঙ্ঘচালক মোহন ভাগবত। তাঁর কথায়, 'অপারেশন সিঁদুর ভারতের আত্মমর্যাদা ও মনোবল বাড়িয়েছে।'

  • 12:37 PM (IST) - 9 May 2025


    সীমান্ত নিরাপত্তা নিয়ে আধা সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে শাহ

    জম্মু-কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখা নিয়ে বিএসএফ, সিআইএসএফ সহ আধা সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে  স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও রয়েছেন।

  • 11:58 AM (IST) - 9 May 2025


    সমস্ত আইএএস ও পিসিএস আধিকারিকদের ছুটি বাতিল করল পঞ্জাব সরকার

    সমস্ত আইএএস ও পিসিএস আধিকারিকদের ছুটি বাতিল করল পঞ্জাব সরকার।

  • 11:24 AM (IST) - 9 May 2025


    পাকিস্তানের ওকারা সেনা ঘাঁটিতে ভারতের ড্রোন হামলা

    পাকিস্তানের ওকারা সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালাল ভারতীয় সেনা। আজ শুক্রবার সকালে ওই হামলা চালানো হয়।  যদো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • 11:19 AM (IST) - 9 May 2025


    আম্বালায় বেজে উঠল সাইরেন, বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ

    অমৃতসর, চণ্ডীগড়ের পর এবার পঞ্জাবের আম্বালায় বেজে উঠল সাইরেন। পাক সেনার হামলার আশঙ্কায় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার পরামর্শ

  • 11:06 AM (IST) - 9 May 2025


    হাসপাতালগুলিকে উচ্চ সতর্ক থাকার নির্দেশ উত্তরাখণ্ড সরকারের

    হাসপাতালগুলিকে উচ্চ সতর্ক থাকার নির্দেশ দিল উত্তরাখণ্ড সরকার। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিব আর রাজেশ কুমার রাজ্যের বিভন্ন হাসপাতালে থাকা ১২ হাজার বেড সম্পূর্ণ প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আইসিইউ ও ভেন্টিলেটরও প্রস্তুত রাখতে বলেছেন।

  • 10:40 AM (IST) - 9 May 2025


    জম্মু ও কাশ্মীরের সাম্বায় ৭ জঙ্গিকে নিকেশ করল বিএসএফ

    জম্মু ও কাশ্মীরের সাম্বায় পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। গুলিতে নিকেশ করেছে ৭ জঙ্গিকে

  • 10:37 AM (IST) - 9 May 2025


    চণ্ডীগড়েও বাজছে সাইরেন, বাসিন্দাদের ঘরবন্দি থাকার নির্দেশ

    অমৃতসরের পাশাপাশিএবার চণ্ডীগড়েও বেজে উঠল যুদ্ধের সাইরেন। পাক সেনার হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

  • 10:24 AM (IST) - 9 May 2025


    পাক হামলার আশঙ্কায় লেহতে শুক্র-শনিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত

    পাকিস্তানি সেনার আক্রমণের আশঙ্কায় আজ শুক্রবার ও আগামিকাল শনিবার লেহ-তে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত।

  • 10:19 AM (IST) - 9 May 2025


    সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিংহ

    পাকিস্তানের লাগাতার হামলা মোকাবিলার রণকৌশল নির্ধারণে  সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করতে প্রতিরক্ষা মন্ত্রকে পৌঁছলেন রাজনাথ সিংহ।

  • 10:14 AM (IST) - 9 May 2025


    অমৃতসরে সকাল থেকেই যুদ্ধের সতর্কতা সাইরেন বাজছে

    অমৃতসরে সকাল থেকেই যুদ্ধের সতর্কতা সাইরেন বাজছে। নাগরিকদের বাড়িতে থাকতে বলা হয়েছে। ঘরের আলোও নিভিয়ে রাখতে বলা হয়েছে।




    Published by:

    Ei Muhurte

    Share Link:

    More Releted News:

    করাচিতে সেনাঘাঁটি-বন্দর গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল নৌবাহিনী

    ‘অপারেশন সিঁদুরে’ দেশের অখণ্ডতা রাখতে আত্মবলিদান দিয়েছেন ৫ সেনা জওয়ান

    পুলওয়ামায় পাক যোগ ছিল, স্পষ্ট করল পাকিস্তানের বায়ুসেনা  

    ‘POK ছাড়া আলোচনা সম্ভব নয়’, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

    ‘ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে’- পাকিস্তানকে জবাব দিতে সেনাকে পূর্ণ ক্ষমতা দিলেন মোদি

    অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

    Advertisement




    এক ঝলকে
    Advertisement




    জেলা ভিত্তিক সংবাদ