এই মুহূর্তে




‘আপনি সৌভাগ্যবান …’, মহাকাশ স্টেশনে থাকা শুভাংশুকে বললেন মোদি




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা। বাকি তিন নভঃশ্চরের সঙ্গে বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রয়েছেন ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যা্প্টেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় স্যাটেলাইট মাধ্যমে শুভাংশুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুজনের কথোপকথনের ভিডিও সম্প্রচারিত হয়েছে। কথোপকথনের সময়ে প্রধানমন্ত্রী খানিকটা মজা করে বলেন, ‘ধরতি মাতাকে পরিক্রমা করার সুবর্ণ সুযোগ পেয়েছেন আপনি। তার জন্য আপনাকে অনেক-অনেক শুভেচ্ছা।’

বেশ কয়েক বার যাত্রা পিছনোর পর গত বুধবার (২৫ জুন) বেলা ১২টা ১ মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা সহ অ্যাক্স-৪ অভিযানের চার সদস্য। ২৮ ঘণ্টার দীর্ঘ সফরের পর বৃহস্পতিবার বিকেলে তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোন। প্রায় ৪৯ ঘন্টা মহাকাশ স্টেশনে রয়েছেন চার নভশ্চর। এদিন ভিডিও কনফারেন্সে শুভাংশুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। গর্বিত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আপনি দেশের মাটি থেকে অনেক দূরে। কিন্তু দেশের ১৪০ কোটি মনুষের কাছাকাছিই রয়েছেন। আপনার নামেই শুভ রয়েছে। এই মুহুর্তে আমরা দুজনে কথা বলছি বটে, কিন্তু অলক্ষে রয়েছে প্রত্যেক ভারতবাসী।’ মহাকাশে সব কিছু ঠিকঠাক চলছে কিনা, তাও জানতে চান প্রধানমন্ত্রী।

জবাবে শুভাংশু বলেন, ‘আমি ঠিক আছি। সবার এতো আশীর্বাদ ও ভালবাসা পেয়েছি যে দারুণ লাগছে। পৃথিবী থেকে অরবিট পর্যন্ত ৪০০ কিলোমিটার যাত্রাপথ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজ গর্বে আমার বুক ফুলে যাচ্ছে এই ভেবে যে আমি ভারতের প্রতিনিধিত্ব করছি।’ ওই কথা শুনে খানিকটা মজাচ্ছ্বলে মোদি বলেন, ‘আপনি কি সঙ্গে করে আপনার প্রিয় গাজরের হালুয়া নিয়ে গিয়েছেন? সহযাত্রীদের সবাইকে ওই হালুয়া খাইয়েছেন?’ ওই কথা শুনে হেসে ফেলেন শুভাংশু।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাথার দাম ছিল প্রায় দেড় কোটি, সুকমায় আত্মসমর্পণ ২৩ জন মাওবাদীর

বিমান দুর্ঘটনায় বদ্ধপরিকর ছিলেন পাইলট, দাবি বিমান বিশেষজ্ঞের

‘শুখা’ বিহারে মদ খেয়ে মন্ত্রীর পাশে সরকারি আধিকারিক, গ্রেফতারের পর ওষুধ খাওয়ার যুক্তি

বৃষ্টিতে ডুবল রেললাইন, চালকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

১০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎদানের সুবিধা, নির্বাচনের আগে বড় উপহার নীতীশের

কানওয়ার যাত্রায় স্পষ্ট সম্প্রীতির চিত্র, গঙ্গাজল নিয়ে মহাদেবকে তুষ্ট করতে চললেন দুই মুসলিম যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ