এই মুহূর্তে




মোদির সঙ্গে দেখা করার আগে বিদেশ ফেরত সাংসদদের কোভিড পরীক্ষার নির্দেশ




নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশে সফরকরা সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মঙ্গলবার (১০ জুন) সন্ধে সাড়ে সাতটায় সাক্ষা‍ৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই সাক্ষাতের আগেই প্রত্যেক সাংসদকে কোভিড টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে।। কোভিডের নমুনা পরীক্ষা না করালে কাউকে দেখা করতে যাবে না বলে ফরমান জারি করেছে প্রধানমন্ত্রীর সচিবালয়। আর ওই ফরমান জানতে পেরেই বিপাকে পড়েছেন বিদেশ ফেরত সাংসদরা।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল হামলা চালিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ঠ জঙ্গিরা। ওই হামলার বদলা নিতে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত চালিয়েছিল ভারতীয সেনা। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েচিল জমিয়েত উদ দাওয়া, লস্কর-ই তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের একাধিক ঘাঁটি। পাল্টা ভারতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান সেনা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। টানা তিন দিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলেছিল। পরে ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশই।

পাকিস্তানের মুখোশ খুলতে এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা বিশ্বকে অবহিত করতে একাধিক দেশে বিশেষ সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছিল মোদি সরকার। ইতিমধ্যেই ওই প্রতিনিধিদল দেশে ফিরে এসেছে। কিন্তু যে সব দেশে সাংসদরা গিয়েছিলেন, সেই সব দেশে করোনা নতুন করে তাণ্ডব চালাতে শুরু করায় প্রমাদ গুনেছে প্রধানমন্ত্রীর সচিবালয়। তাই এদিন সন্ধে সাড়ে সাতটায় ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে অংশ নেওয়ার জন্য সবাইকে করোনার নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংসদদের নৈশভোজে আপ্যায়িত করবেন প্রধানমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

জুয়ার নেশায় সর্বস্বান্ত, ২৩ লাখ খুইয়ে চুরিতে হাত পাকাল M.Tech ইঞ্জিনিয়ার

‘পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করেন, জেলে পাঠানো হবে’, ATS অফিসার সেজে বৃদ্ধার সঙ্গে ২২ লক্ষ টাকা প্রতারণা

রাস্তা অবরোধ করায় ২ কংগ্রেস বিধায়কের ১ বছরের জেলের সাজা

FASTag নিয়ে নীতিন গড়করির বড় ঘোষণা, এবার গাড়ি থাকলেই পকেট গড়ের মাঠ

আহমেদাবাদ দুর্ঘটনায় বড়সড় তথ্য, মাত্র তিন মাস আগে বদলানো হয়েছিল বিমানের একটি ইঞ্জিন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ