এই মুহূর্তে




ব্যাঙ্ক জালিয়াতির দায়ে আল্লু অর্জুনের বাবাকে ৩ ঘন্টা জেরা ইডির




নিজস্ব প্রতিনিধিঃ তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের পরিবারের আবারও বিপদ! এবার আইনী ঝামেলায় জড়ালেন সুপারস্টারের বাবা তথা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ। ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তাঁকে তলব করে তিনঘন্টা জেরা করল ইডি। সূত্রের খবর, রামকৃষ্ণ ইলেকট্রনিক্স ব্যাঙ্ক কেলেঙ্কারির মামলার অংশ হিসেবে ইডি কর্মকর্তারা আল্লু অরবিন্দকে প্রায় তিনঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। জানা গিয়েছে যে, ২০১৮-১৯ সালের মধ্যে সংঘটিত এই ব্যাঙ্ক কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেন এবং সম্পত্তি ক্রয় সম্পর্কিত অনেক প্রশ্ন করা হয়েছে আল্লু অর্জুনের বাবাকে। তবে এই শেষ নয়, আগামী সপ্তাহে আবারও ইডি কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে হাজিরা দিতে বলেছেন। অতীতে সংঘটিত কেলেঙ্কারির বিষয়ে চলমান তদন্তের প্রেক্ষাপটে, এটি আল্লু অরবিন্দের জন্যে একটি অপ্রত্যাশিত ধাক্কাই বটে! ঘটনার সূত্রপাত কোথা থেকে? ২০১৮ সালে রামকৃষ্ণ ইলেকট্রনিক্স ব্যাঙ্ক কেলেঙ্কারির অংশ হিসেবে আল্লু অর্জুনের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ব্যাঙ্কের বিরুদ্ধে ১০১.৪৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। তাই এই কেলেঙ্কারির সঙ্গে আল্লু অরবিন্দ কোনভাবে জড়িত আছেন কিনা সেই কারণে আল্লু অরবিন্দকে জেরা করা হয়েছে। তবে এই তদন্তের অংশ হিসেবে অরবিন্দ কী উত্তর দিয়েছেন তা এখনও জানা যায়নি। ইডি কর্মকর্তারা নোটিশ জারি করে বলতেছেন যে, তাঁকে পরবর্তী তদন্তেও হাজির থাকতে হবে। এবং এই ব্যাংক কেলেঙ্কারির সম্পর্কে সম্পূর্ণ বিবরণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত, আল্লু অরবিন্দ তেলেগু ইন্ডাস্ট্রির একজন তারকা প্রযোজক। আল্লু রামলিঙ্গাইয়ার উত্তরাধিকারী হিসেবে তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। এরপর তিনি গীতা আর্টস ব্যানার প্রতিষ্ঠা করেন। যে ব্যানারের অধীনে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। তিনি তেলেগু ইন্ডাস্ট্রির শীর্ষ স্থানীয় প্রযোজকদের মধ্যে একজন। যদিও আল্লু অরবিন্দের তিন ছেলেই নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে রিজ করছেন। কিন্তু আল্লু অর্জুনই কেবলমাত্র প্রতিষ্ঠিত হয়েছেন। যিনি ইন্ডাস্ট্রিকে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন।

তবে পুষ্পা সিরিজের ছবির মাধ্যমে তিনি প্যান ইন্ডিয়া পর্যায়েও পৌঁছে গিয়েছেন। তাঁর পুষ্পা 1 এবং 2 দুটোই সাফল্যমণ্ডিত হয়েছে। বর্তমানে আল্লু Atlee-এর পরবর্তী বড় প্রকল্পের কাজ শুরু করেছেন। আল্লু অরবিন্দও প্রযোজক হিসেবে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে ইডি কর্মকর্তারা আল্লু অরবিন্দের বিরুদ্ধে নোটিশ জারি করলে ইন্ডাস্ট্রির অন্দরমহলে কিছু আলোচনা জন্ম দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

মুক্তির ২ দিন আগেই জোর ধাক্কা, ‘সাঁইয়ারা’ থেকে আহান পান্ডের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ