এই মুহূর্তে




মেলেনি কানাডার ভিসা, হতাশায় গুলি করে নিজেকেই শেষ করলেন পঞ্জাবের যুবক




নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: কানাডায় পাড়ি জমিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখত বার্নালা জেলার সুখপুরার বাসিন্দা ১৯ বছরের দিলপ্রীত সিংহ। কিন্তু ভাগ্য সহায় ছিল না। বার বার বাতিল হচ্ছিল কানাডার ভিসার আবেদন। একটু–একটু করে স্বপ্ন ভেঙে যাওয়ায় ক্রমশই চেপে বসেছিল হতাশা। শেষ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকাই মূল্যহীন হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। আর তাতেই নিজেকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। রবিবার (৮ জুন)রাতে কাকার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে শেষ করল ১৯ বছরের তরতাজা যুবক। রক্ত নদীর ধারায ভেসে গেল ভাগ্য বদলের স্বপ্ন। দিলপ্রীতের মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় থানার ওসি গুরমিন্দর সিংহ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কানাডায় যাওয়ার চেষ্টা চালাচ্ছিল সুখপুরা গ্রামের বাসিন্দা দিলপ্রীত। তার বোন ও আত্মীয়দের অধিকাংশই ওই দেশের বাসিন্দা। কিন্তু বার বার দিলপ্রীতের ভিসার আবেদন খারিজ করে দিয়েছিল কানাডার দূতাবাস। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। গত কয়েকদিন ধরেই মনমরা হয়েছিল। রবিবার রাতে নিজের ঘরে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। তার পরে কাকার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে নিজেকে লক্ষ্য করে গুলি চালিয়ে আত্মঘাতী হয়। গুলির শব্দ শুনেই পাশের ঘরে থাকা মা ও ঠাকুরমা ছুটে আসেন। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় দিলপ্রীতকে পড়ে থাকতে দেখেন।ততক্ষণে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ১৯ বছরের তরতাজা যুবক।

ময়নাতদন্তের পরে দিলপ্রীতের নিথর দেহ তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। পাশাপাশি ভারতীয় ন্যায়সংহিতার ১৯৪ ধারায় একটি মামলাও রুজু করেছে।  কানাডার দূতাবাসের তরফ থেকে বার বার দিলপ্রীতের ভিসার আবেদন খারিজ করা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কার্যত নির্বাক হয়ে গিয়েছে দিলপ্রীতের মা ও ঠাকুরমা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রত্যেকটি রথ বিভক্ত ৩৪টি ভাগে – জেনে নিন অজানা তথ্যাবলী

মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের বিমান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া

নিট পরীক্ষার প্রস্তুতির মক টেস্টে কম নম্বর, বাবার মারে প্রাণ গেল ১৭ বছরের কিশোরীর

বন্দে ভারতে বিজেপি বিধায়কের দাদাগিরি! আসন না ছাড়ায় সহ-যাত্রীকে মারধর

দুয়ারে পরিষেবা, মাত্র ৬ ঘন্টাতেই রক্ত পরীক্ষা করে রিপোর্ট জানাবে Amazon

বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে ছোট্ট সন্তানের মৃত্যু, খবর পেয়ে বাড়ি ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি বাবার-ও

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ