এই মুহূর্তে




রোগী বেশে অভিনেত্রীর চিকিৎসক বাবাকে গুলি করে পালাল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ




নিজস্ব প্রতিনিধি: পপ গায়ক সিধু মুসেওয়ালার পর পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে আবারও দুর্ঘটনা! শুক্রবার (৪ জুলাই) বিকেলে পঞ্জাবি অভিনেত্রী তানিয়ার বাবা অনিল জিৎ সিং কাম্বোজকে গুলি করা হয়েছে। পঞ্জাবের মোগা জেলার কোট ইসে খান শহরে নিজের ক্লিনিকেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। হ্যাঁ, অভিনেত্রীর বাবা পেশায় একজন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, এদিন দুজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোটরসাইকেলে করে এসে হারবানস নার্সিং হোমে প্রবেশ করেন। যেখানে কাম্বোজ রোগী দের সেবা করছিলেন। আততায়ীরা রোগী পরিচয়ে হাসপাতালে প্রবেশ করেছিলেন। এরপর নায়িকার বাবার সঙ্গে তাঁরা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।

তখনই তাঁরা অভিনেত্রীর বাবাকে গুলো চালিয়ে পালায়। বর্তমানে চিকিৎসকের অবস্থা সঙ্কটজনক, তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার পরেই তাঁকে তাৎক্ষণিকভাবে মোগার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, তানিয়ার বাবাকে আক্রমণের আগে হুমকি দেওয়া হয়েছিল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ সুপার (মোগা) জানিয়েছেন, ‘তাঁকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণকারীরা রোগী বেশে হাসপাতালে প্রবেশ করেছিল। এরপর তাঁরা চিকিৎসক কে খুব কাছ থেকে গুলি চালায়। আমরা চাঁদাবাজির হুমকি-সহ সন্দেহ করছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। এই প্রথম নয়, চিকিৎসক এর আগেও একাধিকবার হুমকি পেয়েছিলেন।’ বর্তমানে পুলিশ নার্সিংহোমটি সিল করে দিয়েছে, রোগীদের প্রবেশাধিকার সীমিত করেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে।

 

 

View this post on Instagram

 

A post shared by ᴛᴀ̶ɴɪᴀ (@taniazworld)

সন্দেহভাজনদের গতিবিধি সনাক্ত করতে পুলিশ কর্তৃপক্ষ কাছাকাছি এলাকার CVTV ফুটেজ গুলি পরীক্ষা করছে। এদিকে অভিনেত্রীর বাবা গুলি বিদ্ধ হওয়ার পর তানিয়ার দল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, “তানিয়া এবং পরিবারের পক্ষ থেকে, আমরা জানাতে চাই যে এটি তার এবং তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন সময়। আমরা মিডিয়ার কাছে তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে বিনীত অনুরোধ করছি।” উল্লেখ্য, তানিয়া ২০১৮ সালের পঞ্জাবি ছবি ‘কিসমত’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছেন, যেখানে অ্যামি ভার্ক এবং সারগুন মেহতা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি গুড্ডিয়ান পাটোলে, রাব দা রেডিও 2, সুফনা, বাজরে দা সিত্তা এবং ওয়ে মাখনা সহ বেশ কয়েকটি পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘জন্মদিনে দারুণ উপহার পেলাম’, আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ