এই মুহূর্তে




দলবিরোধী কাজের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে তাড়াল সমাজবাদী পার্টি’




নিজস্ব প্রতিনিধিঃ সপা-য় বড় ধাক্কা! দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করল  সমাজবাদী পার্টি। বহিষ্কৃত বিধায়কদের মধ্যে রয়েছেন, গোসাইগঞ্জের অভয় সিংহ, গৌরীগঞ্জের রাকেশ প্রতাপ সিংহ এবং উনচাহারের মনোজ কুমার পাণ্ডে। তাঁদের বিরুদ্ধে সাম্প্রদায়িক-বিভাজনমূলক রাজনীতি প্রচার, কৃষক-বিরোধী, যুব-বিরোধী, ব্যবসা-বিরোধী, এবং নারী-বিরোধী নীতি সমর্থনের অভিযোগ রয়েছে। এত কিছু অভিযোগের ভিত্তিতে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছে সপা। সুতরাং দলের মধ্যেই গোষ্ঠী কোন্দল।

সোমবার (২৩ জুন) সমাজবাদী পার্টির এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি বিবৃতিতে লেখা হয়েছে, “সাম্প্রদায়িক বিভেদমূলক নেতিবাচকতা, পাশাপাশি কৃষক, মহিলা, যুব, ব্যবসা, কর্মজীবী ​​পেশাদার এবং ‘পিডিএ-বিরোধী’ মতাদর্শকে সমর্থন করার কারণে, তিনজন বিধায়কদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাঁরা সকলেই সমাজতান্ত্রিক সুরেলা ইতিবাচক আদর্শের রাজনীতির বিপরীতে ছিল, যা কখনই সহ্য করবে না সমাজবাদী পার্টি, তাই সপার জনস্বার্থে তাঁদের বহিষ্কার করা হয়েছে।” পাশাপাশি দলটি আরও বলেছে যে, বহিষ্কৃত বিধায়কদের আচরণ শোধরানোর জন্যে কিছুটা সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা শোনেননি। এবার তাঁদের দেওয়া প্রদত্ত গ্রেস পিরিয়ড সম্পন্ন হয়েছে, তাই তাঁদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ভবিষ্যতেও দলে ‘জনবিরোধী’ ব্যক্তিদের কোনও স্থান থাকবে না এবং দলের মূল আদর্শের বিপরীত কার্যকলাপ সর্বদা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

সমাজবাদী পার্টি কখনই তাদের মূল আদর্শ এবং নীতির বিরুদ্ধে কোনও কার্যকলাপ সহ্য করবে না। দলবিরোধী কার্যকলাপে জড়িত যে কোনও সদস্যের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। বহিষ্কৃত বিধায়ক দের সংস্কারের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছেন। দলটি তার আদর্শ এবং নীতির সঙ্গে কোনও আপস করবে না। দলের মূল্যবোধের বিরুদ্ধে এমন যেকোনও কার্যকলাপ অগ্রহণযোগ্য। এই বিধায়কদের বহিষ্কারের সিদ্ধান্ত দলের আদর্শ এবং নীতিগুলিকে সমুন্নত রাখার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। দলের সর্বদা লক্ষ্য হল, তার সমর্থক, সাধারণ জনগণের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা এবং খ্যাতি বজায় রাখা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ